মালদা , 19 এপ্রিল : রবিবার কার্যত ফাঁকা মাঠে নির্বাচনী সভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ মালদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে রবিবার হবিবপুর ব্লকের আইহো ফুটবল মাঠে সভা করেন তিনি ৷ বিশাল মাঠে হাতে গোনা শ’দেড়েক মানুষের উপস্থিতি দেখে দৃশ্যতই হতাশ হন তিনি ৷ শেষ পর্যন্ত অবস্থার সামাল দিতে তিনি বলেন, "বিকেল তিনটেয় সভা, তার উপর করোনার হামলা আর নির্বাচন কমিশনের কঠোর বিধিনিষেধের জন্যই সভায় সেভাবে মানুষ আসতে পারেনি ৷"
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আজ তিনি মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসি নিয়েই বক্তব্য রাখেন ৷ মিনিট দশেক বক্তব্য রেখেই তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ অধীরবাবু এদিন বলেন, “তৃণমূল আর বিজেপির সব আছে ৷ গালাগালি, খিস্তিখেউর, মারামারি, খুনোখুনি আছে ৷ শুধু মানুষের কথা নেই ৷ মোদি বলছেন, তিনি সাত বছরে কৃষকের আয় দ্বিগুণ করেছেন ৷ আর দিদি বলছেন, তিনি তিনগুণ করেছেন ৷ কিন্তু এখানকার কোনও কৃষকের আয় কি বেড়েছে ? গোটা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ৷ পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে ৷ মোদি আর দিদি প্রতিযোগিতা করে পেট্রল-ডিজেল আর রান্নার গ্যাসের উপর কর বসাচ্ছে ৷ তাই আনাজের দামও বাড়ছে ৷”