মালদা, 2 মার্চ: ইংরেজবাজারের (English Bazar Municipality result) অর্ধেকের বেশি আকাশ জুড়ে নারী । এই পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 18টিতে জয় হয়েছে নারীশক্তির (Bengal civic polls 2022)। এর মধ্যে বিজেপির দু’জন এবং একজন নির্দল হলেও বাকি 15টি ওয়ার্ডে তৃণমূলের মহিলা প্রার্থীরাই জয়ী হয়েছেন । এই পরিস্থিতিতে এই পৌরসভার চেয়ারম্যানের (demand of female chairperson) আসনে কোনও মহিলাকে বসানোর দাবি উঠতে শুরু করেছে শাসকদলের মধ্যেই । ইতিমধ্যে দলের জেলা সভাপতির কাছে এই বার্তাও চলে গিয়েছে । তবে এনিয়ে এখনও কেউ মুখ খুলতে নারাজ ।
বাম আমলে সামান্য কিছু সময় ছাড়া ইংরেজবাজার পৌরসভায় কখনও মহিলা চেয়ারপার্সন দেখা যায়নি । সাম্প্রতিক অতীতে বেশিরভাগ সময়ই এই পৌরসভার চেয়ারম্যান হিসাবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকেই দেখে এসেছেন শহরবাসী । এমনকী তিনি মন্ত্রী হওয়ার পরেও চেয়ারম্যানের আসন ছাড়েননি । জেলা তৃণমূল সূত্রে খবর, অভিজ্ঞতার কথা ভেবে নির্বাচনে বিপুল জয়ের পর তাঁকেই ফের চেয়ারম্যান হিসাবে তুলে ধরার কথা ভাবা হচ্ছে । কিন্তু তাতে বাধ সাধতে পারেন দলের মহিলা কাউন্সিলররা । ইতিমধ্যেই তাঁদের একাংশ দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসির কাছে মহিলা চেয়ারপার্সনের দাবি জানিয়েছেন । আজ মালদা কলেজের গণনাকেন্দ্রেই বকসিকে সেই বার্তা দিয়ে রেখেছেন কয়েকজন নবনির্বাচিত মহিলা কাউন্সিলর ।
আরও পড়ুন :Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য