মালদা, 14 মার্চ : প্রকাশ্যে রাস্তায় মারধর ও গাড়ি ভাঙচুর ৷ সব দেখেও দেখল না পুলিশ ৷ উল্টে মোবাইলে ঘটনার ভিডিয়ো করতে দেখা গেল তাকে ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ সংলগ্ন রাজ হোটেল মোড়ে ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসকের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যুক্ত যুবকদের চিহ্নিত করার পাশাপাশি ক্লোজ করা হয়েছে ওই পুলিশকর্মীকে ।
আক্রান্ত চিকিৎসকের নাম ওয়াসিমূল হক। বাড়ি পুখুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ এলাকায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডাক্তারের গাড়ির সামনে একটি মোটর বাইক পড়ে রয়েছে। কয়েকজন যুবক গাড়ির ভিতরে চালকসহ যাত্রীদের মারধর করছে। গাড়ি ভাঙচুর করছে। সেই সময় ওই যুবকদের আটকানোর পরিবর্তে ঘটনার ছবি তুলতে ব্যস্ত এক পুলিশকর্মী ।