পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেখেও দেখল না পুলিশ, ভাইরাল ভিডিয়ো - being present in the spot, englishbazar policeman was taking video instead of taking action

এক চিকিৎসককে বেধড়ক মারছে একদল যুবক ৷ ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করে পাশে দাঁড়িয়ে উপভোগ করছে পুলিশ ৷ এরকমই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল মালদা শহর জুড়ে ৷ ক্লোজ করা হল অভিযুক্ত পুলিশকে ৷

ইংরেজবাজার থানা
ইংরেজবাজার থানা

By

Published : Mar 14, 2021, 1:26 PM IST

মালদা, 14 মার্চ : প্রকাশ্যে রাস্তায় মারধর ও গাড়ি ভাঙচুর ৷ সব দেখেও দেখল না পুলিশ ৷ উল্টে মোবাইলে ঘটনার ভিডিয়ো করতে দেখা গেল তাকে ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ সংলগ্ন রাজ হোটেল মোড়ে ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসকের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যুক্ত যুবকদের চিহ্নিত করার পাশাপাশি ক্লোজ করা হয়েছে ওই পুলিশকর্মীকে ।

আক্রান্ত চিকিৎসকের নাম ওয়াসিমূল হক। বাড়ি পুখুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ এলাকায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডাক্তারের গাড়ির সামনে একটি মোটর বাইক পড়ে রয়েছে। কয়েকজন যুবক গাড়ির ভিতরে চালকসহ যাত্রীদের মারধর করছে। গাড়ি ভাঙচুর করছে। সেই সময় ওই যুবকদের আটকানোর পরিবর্তে ঘটনার ছবি তুলতে ব্যস্ত এক পুলিশকর্মী ।

দেখেও দেখল না পুলিশ, ভাইরাল ভিডিয়ো

আক্রান্ত চিকিৎসকের স্ত্রী এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশি অভিযোগে ওই মহিলা জানান, 12 মার্চ রাতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম ৷ রাজহোটেল মোড় সংলগ্ন এলাকায় একটি মোটরবাইক গাড়িতে ধাক্কা মারে ৷ তখনই ওই মোটরবাইক চালক ফোন করে কয়েক জনকে ডাকে ৷ গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে ৷ গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আমারর শ্লীলতাহানিও করা হয় ৷"

নির্বিকারে দাঁড়িয়ে দেখছে পুলিশ

এদিকে, এই ঘটনার ভিডিয়ো শহরজুড়ে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে । জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, "এই ঘটনায় ওই যুবকদের শনাক্ত করা হয়েছে ৷ পাশাপাশি ওই পুলিশ কর্মীকেও ক্লোজ করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details