মালদা, ১ জুন : লকডাউনের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারীরা ৷ গত ৬৯ দিনে একাধিকবার তার প্রমাণ পাওয়া গেছে ৷ এর আগে বেশ কয়েকবার ব্রাউন সুগার পাচারের ছক ভেস্তে দিয়েছে পুলিশ ও BSF ৷ আটক করা হয়েছে মদ ৷ এবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক মাদক কারবারীর বাড়িতে হানা দিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে দুই কারবারীকে ৷
পাচারের আগে ১৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২
মালদার কালিয়াচকে ১৩ কেজি গাঁজা সহ এক পাচারকারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । তাদেরকে আজ আদালতে তোলা হয় । বিচারক দু'জনকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত দেড়টা নাগাদ স্থানীয় রামনগর গ্রামে অভিযান চালায় ৷ খবর ছিল, ওই গ্রামের সিন্টু মণ্ডল নামে ২০ বছরের এক যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৷ পাচার করার জন্য সে নিজের বাড়িতে বেশ ভালো পরিমাণ গাঁজা মজুত করে রেখেছে ৷ সিন্টুর বাড়িতে হানা দিয়ে একটি সাদা নাইলনের ব্যাগে থাকা ১৩ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রেপ্তার করা হয় সিন্টু ও তার এক সহযোগীকে ৷ সহযোগীর নাম বিকাশ মণ্ডল । আজ তাদের জেলা আদালতে তোলা হলে দু’জনকেই ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, "সম্প্রতি কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকটি মাদক কারবারচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ৷ উদ্ধার হয়েছে ব্রাউন সুগার ও নেশার কাফসিরাপ ৷ গতকাল রাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে ১৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে ওই থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে ৷"