মালদা, 16 জুলাই: পাখির চোখে আগামী পঞ্চায়েত নির্বাচন । তার আগে রাষ্ট্রপতি নির্বাচনকে ঢাল করে ঝুলি থেকে আদিবাসী অস্ত্র বের করল গেরুয়া শিবির । বিভিন্নভাবে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসীবিরোধী হিসাবে তুলে ধরতে সক্রিয় হয়েছে বিজেপি । শুধু মালদা জেলাতেই নয়, রাষ্ট্রপতি নির্বাচনে আগে গোটা রাজ্য জুড়ে মমতা বিরোধী পোস্টার লাগানোর কাজ শুরু করে দিয়েছেন বিজেপির কর্মীরা । এরকমই কিছু পোস্টারের দেখা মিলেছে মালদার হবিবপুর এলাকায় (BJP postering against Mamata Banerjee in Malda) ।
রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে রাজ্যে খানিকটা কোনঠাসা গেরুয়া শিবির । এরই মধ্যেই এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন । তার আগে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে এনডিএ'র তরফে পদপ্রার্থী করে রাজনৈতিকভাবে খানিকটা চমক দিয়েছে বিজেপি । জনজাতি গোষ্ঠীভুক্ত এই মহিলা প্রার্থীকে প্রকাশ্যেই সমর্থন করেছে বিভিন্ন রাজ্য । বিজেপির এই চালে খানিকটা অস্বস্তিতে তৃণমূলও । কারণ, যশবন্ত সিনহাকে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷
রাজনৈতিক মহলের মতে, এমতাবস্থায় একজন আদিবাসী জনজাতিভুক্ত মহিলাকে রাষ্ট্রপতি পদে সমর্থন না করলে ভুল বার্তা যেতে এই বিষয়টিও ভাবাচ্ছে তৃণমূলকে ৷ সম্ভবত সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি আগে দ্রৌপদী মুর্মুর নাম নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করলে সমর্থনের বিষয়টি ভেবে দেখতেন ৷ এই পরিস্থিতিতে এই রাজ্যের আদিবাসী ভোট ব্যাংক ধরে রাখাটাও তাঁর কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । ঠিক তারই সুযোগ নিতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির । যদিও তারা এখনই এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলতে নারাজ ।