পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিন কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধর ! অভিযোগ অস্বীকার বিট অফিসারের

Beat Officer Beaten up Forest Worker: একদিন কাজে অনুপস্থিত থাকার কারণে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিট অফিসার ।

Beat Officer Beaten up Forest Worker
বন সহায়ক কর্মীকে মারধরের অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:11 PM IST

কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ

মালদা, 3 ডিসেম্বর:অফিসে একদিন অনুপস্থিত থাকায় বন সহায়ক কর্মীকে মারধরের অভিযোগ বিট অফিসারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদায় ৷ ওই বিট অফিসারের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বন সহায়ক কর্মীর স্ত্রী । যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিট অফিসার । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ । আক্রান্ত বন সহায়ক কর্মীর নাম সুকুমার মণ্ডল। পুরাতন মালদায় হালনাতে কর্মরত তিনি ।

সুকুমারের স্ত্রী মমতা মণ্ডল পুলিশি অভিযোগে জানান, স্বামী অসুস্থতার কারণে একদিন কাজে যেতে পারেননি । 23 তারিখ বিট অফিসার স্বামীকে ফোন করে কাজে যোগ দিতে বলেন । বিকেল চারটে নাগাদ স্বামী অফিসে গেলে বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । প্রতিবাদ করায় বিট অফিসার বাঁশ দিয়ে সুকুমারকে মারধর করতে শুরু করে । অত্যাচারে স্বামী অজ্ঞান হয়ে যান । খবর পেয়ে তিনি সুকুমারকে উদ্ধার করে যাত্রাডাঙা হাসপাতালে নিয়ে যান । চিকিৎসকরা স্বামীকে মালদা মেডিক্যালে রেফার করেন । সন্ধেয় সুকুমারকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় ।

মালদা মেডিক্যাল থেকে ছাড়া পাওয়ার পর সুকুমার বলেন, "গত 21 তারিখ রাতে আমার ডিউটি ছিল । সেদিন আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি ডিউটি করে পরদিন সকালে বাড়ি ফিরি । সেদিন সকাল 10টা নাগাদ বিট অফিসার আমাকে ফোন করেন, গালিগালাজ-সহ জানতে চান আমি কোথায় রয়েছি? আমি জানাই, আমার শরীর ভালো নেই । আমি বাড়িতে রয়েছি । তখন উনি আমাকে বিট অফিসে ডাকেন । আমি জানাই, স্যার আমি আগামিকাল যাচ্ছি, আজ শরীর ভালো নেই । 23 তারিখ বিকেল চারটে নাগাদ স্ত্রীর সঙ্গে আমি বিট অফিসে যাই । স্ত্রীকে বাইরে রেখে অফিসে ঢুকি ।"

তাঁর দাবি, বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁর কাছে জানতে চান, গতকাল কেন সুকুমার ডিউটিতে আসেনি ৷ তিনি জানান, শরীর খারাপ থাকায় তিনি কাজে আসতে পারেনিন । সুকুমারের অভিযোগ, এরপরেই অফিসের একজন ক্লার্ককে লাঠি আনতে বলেন প্রদীপ । এরপর লাঠি নিয়ে প্রদীপ তাঁকে গালিগালাজের সঙ্গে বেধড়ক মারধর করেন । সেই সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন । অভিযুক্ত প্রদীপকুমার গোস্বামী বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ।"

আরও পড়ুন:

  1. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক
  2. বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা
  3. একের পর এক সদ‍্যোজাতর মৃত্যু! জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বন্ধ বেসরকারি নার্সিংহোম

ABOUT THE AUTHOR

...view details