পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BDO in Charge to Fill CM Meeting: মুখ্যমন্ত্রীর সভাস্থল ভরাতে খাতা-পেন হাতে রাস্তায় বিডিও ও পুলিশ ! - Mamata Banerjee Meeting

মুখ্যমন্ত্রীর সভাস্থল ভরানো দায়িত্বে বিডিও ও পুলিশ (BDO in Charge to Fill CM Meeting) ৷ এমনই ছবি উঠে এল মালদা শহরের প্রাণকেন্দ্রে ৷ পুলিশ হাতে খাতা-পেন নিয়ে সভায় যাওয়া লোকজনের হিসেব রাখছে ৷

BDO in Charge to Fill CM Meeting ETV BHARAT
BDO in Charge to Fill CM Meeting

By

Published : Jan 31, 2023, 10:41 AM IST

মালদা, 31 জানুয়ারি: কয়েকঘণ্টা পরেই মালদায় পা রাখতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তিন জেলায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যে, তাঁর সভার জন্য গাজোলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ ৷ তবে, খোদ মুখ্যমন্ত্রীর সভাতেই যদি ভিড় উপচে না-পড়ে তবে রেহাই নেই কারও ৷ তাই আজ সকাল থেকে ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব-সহ প্রশাসনিক আধিকারিকরা ৷ মালদা জেলার রাস্তা থেকে অধিকাংশ বাস তুলে নেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, খোদ ইংরেজবাজারের বিডিও এবং থানার আইসি রাস্তায় দাঁড়িয়ে বাস ভরেছে কি না, তা খতিয়ে দেখছেন ! আর এর জেরে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা ৷

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে ৷ এখন শুধু সভা ভরানোর পালা ৷ মালদা জেলায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন ৷ জানা যাচ্ছে মাঝ আকাশ থেকে যাতে মুখ্যমন্ত্রী উপচে পড়া ভিড় দেখতে পান, তৃণমূল নেতৃত্বকে এমনই টার্গেট দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ৷ সেই টার্গেট অনুযায়ী, প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে লোক আসছে গাজোলে ৷ প্রতিটি ব্লক থেকে নির্দিষ্ট পরিমাণ লোক পাঠানোর দায়িত্ব বর্তেছে ব্লক সভাপতিদের কাঁধে ৷ সকাল থেকে সেই কাজে নেমে পড়েছেন নেতা-কর্মীরা ৷ তবে, আশ্চর্যজনক বিষয় হল, সেই কাজে হাত লাগাতে দেখা যাচ্ছে বিডিও ও পুলিশ প্রশাসনকে ৷

আজ সকালেই মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে হাজির হন ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরি ৷ ছিলেন থানার আইসি আশিস দাস ৷ সঙ্গে একগুচ্ছ পুলিশকর্মী ৷ আইনশৃঙ্খলা রক্ষার সামগ্রী সরিয়ে তাঁদের তখন হাতে খাতা-পেন ৷ ক'টা বাস যাচ্ছে ? কোন বাসে কত যাত্রী রয়েছে ? কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে বাস এখনও আসেনি ? সব হিসেব রাখছেন সরকারি আধিকারিকরা ! এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা খালি থাকার আশঙ্কা করছে শাসকদল ? কেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের রাস্তায় নেমে সভা ভরানোর কাজ করতে হচ্ছে ?

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40

এদিকে, সভাস্থল ভরাতে ডিপো থেকে অনেক বাস তুলে নেওয়া হয়েছে ৷ সেই সংখ্যাটা সঠিক কত, তা এখনও জানা যায়নি ৷ স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ‘‘স্কুলে যেতে হবে ৷ আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না ৷ এদিকে, দেখছি পুলিশ একের পর এক বাস ভরতি করে লোক পাঠাচ্ছে ৷ লম্বা লাইন দিয়ে একের পর এক বাস মুখ্যমন্ত্রীর সভাতে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ৷’’

আরও পড়ুন:দেউচার কোলিয়ারি বেল্টে তিনটি নতুন থানা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার

ABOUT THE AUTHOR

...view details