পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: জয়ী বিজেপি প্রার্থীকে শংসাপত্র না দেওয়ার অভিযোগ, বিডিওর বিরুদ্ধে বিক্ষোভ - বিজেপি সাংসদ খগেন মুর্মু

মালদায় বিজেপি প্রার্থী জয়ী হলেও তাঁকে সংশাপত্র দেওয়া হচ্ছে না ৷ উলটে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে ৷ তাঁর বদলে তৃণমূলের পরাজিত প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়ার পরিকল্পনা করেছেন বিডিও ৷ প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগে বিক্ষোভ, অবরোধ করল বিজেপি ৷

Panchayat Election
পঞ্চায়েত নির্বাচন

By

Published : Jul 12, 2023, 8:20 PM IST

জয়ী বিজেপি প্রার্থীকে শংসাপত্র না দেওয়ার অভিযোগ বিক্ষোভ

মালদা, 12 জুলাই: পঞ্চায়েতের ভোট গণনায় বিজেপির প্রার্থীরা জয়ী হলেও তাঁদের সংশাপত্র দিচ্ছে না প্রশাসন ৷ ঘটনা মালদার হবিবপুর ব্লকের ৷ এখানে জেলা পরিষদের 3, 4 ও 5 নম্বর আসনে বিজেপি প্রার্থী যথাক্রমে দীপালি বালা, সোনালি টুডু ও তারাশংকর রায় ৷ গেরুয়া শিবিরের দাবি, গণনায় এই তিন প্রার্থী জয়ী হয়েছেন ৷ এদিকে হবিবপুরের বিডিও তথা ব্লক নির্বাচন আধিকারিক সুপ্রতীক সাহা ওই তিন জয়ী প্রার্থীকে বিজয়ীর শংসাপত্র দিতে গড়িমসি করছেন ৷ বিজেপির অভিযোগ, সেখানে তৃণমূলের প্রার্থীদের জয়ী ঘোষণা করার কৌশল খুঁজছেন তিনি ৷

এই অভিযোগে বুধবার সকালে হবিবপুরের বুলবুলচণ্ডীতে হাসপাতালের সামনে মালদা-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা-সহ আরও অনেকে ৷ তাঁদের বক্তব্য, বিরোধী প্রার্থীরা জয়ী হলেও, তৃণমূলকে জেতাতে যে কোনও অছিলায় তাঁদের বিজয়ীর শংসাপত্র আটকে দেওয়া হচ্ছে ৷ সেখানে জয়ী ঘোষণা করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের ৷ অবরোধস্থল থেকে বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলের সঙ্গে প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য করে চোর স্লোগান তোলেন ৷ কিছুক্ষণ পর পুলিশ সেখান থেকে তাঁদের তুলে দিলে তাঁরা হবিবপুরের গণনাকেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ সেই বিক্ষোভ এখনও চলছে ৷

আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, "হবিবপুর ব্লকের তিনটি জেলা পরিষদের আসনেই বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ গণনার পর জয়ী হওয়া সত্ত্বেও এই তিন প্রার্থীকে বিডিও তথা ব্লক রিটার্নিং অফিসার উইনিং সার্টিফিকেট না দিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন ৷" তিনি আরও জানান, বিক্ষোভ শুরু হওয়ার পর 3 ও 5 নম্বর আসনের দুই প্রার্থী দীপালি বালা ও তারাশংকর রায়কে উইনিং সার্টিফিকেট দেন ৷ কিন্তু 5 নম্বর আসনে জয়ী সোনালি টুডুকে সার্টিফিকেট দেননি বিডিও ৷

এদিকে বিজেপি সাংসদের দাবি, সোনালি 1 হাজার 200-রও বেশি ভোটে জয়ী হয়েছেন ৷ ওই আসনে পরাজিত তৃণমূল প্রার্থীকে বিডিও উইনিং সার্টিফিকেট ইস্যু করার পরিকল্পনা করছেন ৷ খগেন মুর্মু বিডিওকে 'চোর বিডিও' বলে সম্বোধন করেন ৷ তিনি হুঁশিয়ারি দেন যতক্ষণ না বিডিও সোনালি টুডুকে উইনিং সার্টিফিকেট দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান চলবে ৷ প্রয়োজনে জেলা-সহ গোটা রাজ্যে তা ছড়িয়ে হবে ৷ অন্যদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, "আজ আমাদের এখানে অবস্থানে বসতে হয়েছে ৷ গতকাল সাংসদকে গাজোলে অবস্থানে বসতে হয় ৷ তার আগে দু’দিন সাংসদ ও বিধায়ক চিন্ময় দেব বর্মনকে সারারাত গাজোলের স্ট্রং রুমে পাহারাদারি করতে হয়েছে ৷"

আরও পড়ুন: বারাসতে গণনাকেন্দ্রেই সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির অভিযোগ, বিডিওরা কৌশল করে দিকে দিকে ব্যালট চুরির পরিকল্পনা করছেন ৷ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা উজ্জ্বল দত্তের অভিযোগ, ভোটে এত কিছু করেও সবাই দেখছে, অনেক জায়গায় বিজেপি জিতে রয়েছে ৷ তখন বিডিওরা বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার নামে দীর্ঘক্ষণ বসিয়ে রাখছেন ৷ এখানেও সোনালি টুডুর সঙ্গে একই ঘটনা ঘটানো হয়েছে ৷ তাই প্রতিবাদে বসেছে বিজেপি ৷ সোনালি টুডুকে ইউনিং সার্টিফিকেট না-দেওয়া হচ্ছে, বিডিওর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ এই অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details