পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাঙ্ককর্মীকে গুলি দুষ্কৃতীদের - Bank workers shot by miscreants for obstructing snatching in malda

গুলিবিদ্ধ ব্যাঙ্ককর্মীর নাম শ্রীকৃষ্ণ চৌধুরি। পুরাতন মালদার রশিলাদহের বাসিন্দা । শ্রীকৃষ্ণবাবু ভারত ফাইন্যান্সের কর্মী ।

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাঙ্ককর্মীকে গুলি দুষ্কৃতীদের
ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাঙ্ককর্মীকে গুলি দুষ্কৃতীদের

By

Published : Dec 25, 2020, 6:35 AM IST

Updated : Dec 25, 2020, 7:05 AM IST

মালদা, 25 ডিসেম্বর : ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ ব্যাঙ্ককর্মী । মালদার চাঁচলের ভক্তিপুর সংলগ্ন রাস্তায় ঘটেছে ঘটনাটি । বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই ব্যঙ্ককর্মী । দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

গুলিবিদ্ধ ব্যাঙ্ককর্মীর নাম শ্রীকৃষ্ণ চৌধুরি। পুরাতন মালদার রশিলাদহের বাসিন্দা । শ্রীকৃষ্ণবাবু ভারত ফাইন্যান্সের কর্মী । গতকাল সন্ধেয় তিনি টাকা কালেকশন করে ব্যাঙ্কে যাচ্ছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। শ্রীকৃষ্ণবাবুর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । কিন্তু বাধা দিলে দুষ্কৃতীরা শ্রীকৃষ্ণবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি শ্রীকৃষ্ণবাবুর পিঠে লাগে। গুলির শব্দে ঘটনাস্থানে যায় স্থানীয়রা । ততক্ষণে দুষ্কৃতীরা টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয়।

স্থানীয়রা তড়িঘড়ি শ্রীকৃষ্ণবাবুকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। শ্রীকৃষ্ণবাবুর সহকর্মী গৌর সরকার বলেন, "শ্রীকৃষ্ণবাবু মুলাইবাড়ি থেকে টাকা কালেকশন শেষে মোটরবাইকে করে অফিসে আসছিলেন। পথে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়েছে । আমরা বিষয়টি পুলিশে জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।"

Last Updated : Dec 25, 2020, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details