পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শোওয়ার ঘরে ব্য়াঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ - আত্মহত্যা

শোওয়ার ঘরে ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হয়ে যাওয়াতেই আত্মহত্যা বলে দাবি পরিবারের ৷ মালদার ইংরেজবাজারের ঘটনা ৷

wb_mld_02_bank_employee_suicide_for_illegal_affair_7203520
শোওয়ার ঘরে ব্য়াঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ

By

Published : Apr 2, 2021, 5:45 PM IST

মালদা, 2 এপ্রিল :এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন ছেলে ও পুত্রবধূ ৷ আর সেই কারণেই নাকি লজ্জায় আত্মঘাতী হন প্রৌঢ় ব্য়াঙ্ক কর্মী ৷ অন্তত এমনটাই দাবি মৃতের পরিবারের সদস্যদের ৷ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকায় ৷ শুক্রবার শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় 54 বছরের ফটিক সরকারের দেহ ৷ সম্পর্কের টানাপোড়েনেই তিনি আত্মহত্য়া করেছেন বলে দাবি পরিবারের ৷

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে কর্মরত ছিলেন ফটিক ৷ শুক্রবার সকালে শোওয়ার ঘরেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ৷ তড়িঘড়ি মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ফটিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন :বোলপুর হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী

সরকার পরিবারের এক আত্মীয় জানান, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ফটিক ৷ মোবাইলে দীর্ঘক্ষণ সেই মহিলার সঙ্গে কথা বলতেন তিনি ৷ বিষয়টি তাঁর ছেলে ও বউমারও চোখে পড়ে ৷ এ নিয়ে ছেলের সঙ্গে কথা কাটাকাটিও হয় ফটিকের ৷ তারপরই এই ঘটনা ঘটে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details