মালদা, 31 জানুয়ারি: ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের জালে এক বাংলাদেশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 175 বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে বিওপি কেষ্টপুরে কর্তব্যরত এক জওয়ান কয়েকজন ভারতীয়কে কাঁটাতারের দিকে এগোতে দেখেন। অন্যদিক থেকে কয়েকজন বাংলাদেশিও কাঁটাতারের দিকে এগোচ্ছিল। কর্তব্যরত ওই জওয়ানকে ছুটে আসতে দেখে ভারতীয়রা কাঁটাতারের দিকে দু’টি প্যাকেট ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কয়েকজন বাংলাদেশি সেই প্যাকেট সংগ্রহ করতে আসে। বাধা দেওয়ায় ওই জওয়ানের উপর লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে হামলা করে বাংলাদেশি পাচারকারীরা। আত্মরক্ষার্থে ওই জওয়ান এক রাউন্ড গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে বাকি জওয়ানরাও ছুটে আসেন৷ তাঁদের আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশিকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা।