পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Arrested: মিথ্যে নথি দিয়ে পাসপোর্টের আবেদন, মালদায় গ্রেফতার বাংলাদেশি - গ্রেফতার বাংলাদেশি

মিথ্যে নথি দিয়ে পাসপোর্টের আবেদন করায় মালদার (Bangladeshi Arrested) ইংরেজবাজার থানা এলাকায় গ্রেফতার হলেন এক বাংলাদেশি ৷ তাঁকে সাহায্য করায় এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে (Malda news)৷

Bangladeshi arrested for showing false documents at Malda
মিথ্যে নথি দিয়ে পাসপোর্টের আবেদন, মালদায় গ্রেফতার বাংলাদেশি

By

Published : Sep 2, 2022, 8:22 PM IST

মালদা, 2 সেপ্টেম্বর: ভারতীয় পাসপোর্টের আবেদন করে ভেরিফেকিশনের সময় ডিআইবির হাতে গ্রেফতার হলেন বাংলাদেশি (Bangladeshi Arrested)। এই ঘটনায় তিনি ছাড়াও এক ভারতীয়কেও গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ (Malda news)। ধৃতদের জেলা আদালতে তোলা হলে তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানার রানিনগর এলাকায় বাসবাসকারী রবিউল হক (29) ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেন । গত 31 অগস্ট আবেদনের ভেরিফিকেশনের জন্য ডিআইবি (ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স ব্রাঞ্চ) অফিসে যান রবিউল ও ঝণ্টু শেখ (65)। ভেরিফিকেশনে তারিখ ছাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বসবাসকারীর সার্টিফিকেট, স্থানীয় প্রাইমারি হাইস্কুলে ভর্তি হওয়ার সার্টিফিকেটের কপি ও আধার কার্ড পেশ করেন রবিউল । ঝণ্টু শেখকে বাবা বলে অফিসারদের কাছে পরিচয় দেন রবিউল । অফিসারদের সন্দেহ হওয়ায় আটক করা হয় দুই জনকে । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রবিউলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার রহমতপুর গ্রামে । তিনি বৈধ নথিপত্র ছাড়া গোপনে ভারতে প্রবেশ করেছেন । এরপরে তিনি পুখুরিয়া থানার রানিনগর গ্রামে ঝণ্টু শেখের বাড়িতে আশ্রয় নেন ।

আরও পড়ুন:অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার 2 বাংলাদেশি

জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, পাসপোর্টের ভেরিফিকেশনে সন্দেহ হওয়ায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয় । ধৃতদের হেফাজত থেকে বেশকিছু পরিচয়পত্র পাওয়া গিয়েছে । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেগুলি ভুয়ো । তবে সেই নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছে ।

ABOUT THE AUTHOR

...view details