মালদা, 2 সেপ্টেম্বর: ভারতীয় পাসপোর্টের আবেদন করে ভেরিফেকিশনের সময় ডিআইবির হাতে গ্রেফতার হলেন বাংলাদেশি (Bangladeshi Arrested)। এই ঘটনায় তিনি ছাড়াও এক ভারতীয়কেও গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ (Malda news)। ধৃতদের জেলা আদালতে তোলা হলে তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানার রানিনগর এলাকায় বাসবাসকারী রবিউল হক (29) ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেন । গত 31 অগস্ট আবেদনের ভেরিফিকেশনের জন্য ডিআইবি (ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স ব্রাঞ্চ) অফিসে যান রবিউল ও ঝণ্টু শেখ (65)। ভেরিফিকেশনে তারিখ ছাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বসবাসকারীর সার্টিফিকেট, স্থানীয় প্রাইমারি হাইস্কুলে ভর্তি হওয়ার সার্টিফিকেটের কপি ও আধার কার্ড পেশ করেন রবিউল । ঝণ্টু শেখকে বাবা বলে অফিসারদের কাছে পরিচয় দেন রবিউল । অফিসারদের সন্দেহ হওয়ায় আটক করা হয় দুই জনকে । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।