মালদা, 17 সেপ্টেম্বর : গত 24 ঘণ্টায় মালদা মেডিক্যাল কলাজ ও হাসপাতালে দুই শিশুর মৃত্যুর খবর মেনে নিল কর্তৃপক্ষ । আজ মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, গত 24 ঘণ্টায় মেডিক্যালের শিশু বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে । তারা দু’জনেই নিউমোনিয়ায় ভুগছিল বলে শিশু বিভাগ সূত্রে জানা গিয়েছে ।
আজ অধ্যক্ষ বলেন, “16 সেপ্টেম্বর শিশু বিভাগে নতুন করে 57 জন শিশু ভর্তি হয়েছে । আগে থেকেই ভর্তি ছিল 124 জন শিশু । অর্থাৎ গতকাল মোট 181 জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল । এর মধ্যে দু‘জনের মৃত্যু হয়েছে । শিশুদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে । বিভিন্ন বিভাগের প্রধানরা সেই কাজ করছেন । তবে মৃত শিশুদের শরীরে ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে । এই মুহূর্তে চিকিৎসাধীন অনেক শিশুরই নিউমোনিয়া ধরা পড়ছে । সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় । অনেক শিশুই বাইরে থেকে রেফার হয়ে এখানে ভর্তি হচ্ছে । বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেরি করে ভর্তি করা হচ্ছে । ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যাচ্ছে । আমরা এখানে আসা প্রতিটি শিশুর দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয়ের পর চিকিৎসা শুরু করার চেষ্টা করছি । জ্বরের চিকিৎসার জন্যই আমরা এখানে একটি দল তৈরি করেছি । শিশু বিভাগের সঙ্গেও সেই টিম কাজ করছে । শিশু বিভাগে মনিটরিং করার জন্য আরেকটি দল তৈরি করা হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা সব কাজ করে যাচ্ছি । প্রতিনিয়ত স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । অজানা জ্বর বলে কিছু নেই । জ্বর হলে তার নির্দিষ্ট কারণ রয়েছে । সেটা বিভিন্ন কারণে হতে পারে । জ্বর একটা উপসর্গ । আমরা সেই উপসর্গ পরীক্ষা করে রোগ নির্ণয়ের চেষ্টা করে যাচ্ছি ।”
আরও পড়ুন,Child Fever : মালদা মেডিক্যালে আরও দুই শিশুর মৃত্যু, 72 ঘণ্টায় মৃত পাঁচ