পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ratua MLAs Controversial Audio : রাস্তা সংস্কারের আবেদন শুনেই তেড়ে গালি রতুয়ার বিধায়কের; ক্ষমা চাইতে হবে, দাবি গ্রামবাসীদের - Ratua MLAs Controversial Audio

দেড় কিলোমিটার রাস্তা সারাই করে দেওয়ার আবেদন নিয়ে মালদার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন বাণীকান্তটোলা গ্রামের বাসিন্দারা ৷ সমস্যার সমাধান তো হলই না, উল্টে বিধায়কের থেকে গালিগালাজ, চরম দুর্ব্যবহার পেলেন ৷ এই ঘটনায় নিজেদের প্রতারিত বলে মনে হচ্ছে গ্রামের সহজ সরল মানুষগুলির ৷

Ratua MLA's Controversial Audio
Ratua MLA's Controversial Audio

By

Published : May 18, 2022, 9:17 PM IST

মালদা, 18 মে :জনতা জনার্দন ৷ গণতান্ত্রিক দেশে জনাদেশই ঠিক করে দেয়, কে থাকবেন আর কেই বা গদিচ্যুত হবেন ৷ এই সারসত্যটা জেনেই ভোটের আগে করজোড় জনতার দরবারে সামিল হন নেতা-প্রার্থীরা ৷ ভুরি ভুরি প্রতিশ্রুতির স্রোতে ভেসে গিয়ে অনেক আশা এবং ভরসা নিয়ে প্রতিনিধি নির্বাচন করেন সাধারণ মানুষ ৷ নির্বাচিত সেই প্রতিনিধিই যখন পদমর্যাদা ভুলে অপমান, গালিগালাজ করেন, তখন নিজেদের সিদ্ধান্তে সন্দেহ হয় বইকি ৷ দেড় কিলোমিটার রাস্তা সারাই করে দেওয়ার আবেদন নিয়ে মালদার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন বাণীকান্তটোলা গ্রামের বাসিন্দারা ৷ সমস্যার সমাধান তো হলই না, উল্টে বিধায়কের থেকে গালিগালাজ, চরম দুর্ব্যবহার পেলেন তাঁরা (ratua tmc mla using abusive language against local people) ৷ এই ঘটনায় নিজেদের প্রতারিত বলে মনে হচ্ছে গ্রামের সহজ সরল মানুষগুলির ৷

গ্রামে ঢোকার মুখের রাস্তা বেহাল

রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীকান্তটোলা গ্রাম ৷ ঢোকার মুখে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় কখনও পিচ পড়েনি । বৃষ্টিতে সেই রাস্তা জল-কাদায় মাখামাখি । বাইক-সাইকেল দূরের কথা, হাঁটাচলা করাও দায় । রাস্তাটি পাকা করার জন্য গ্রামবাসীরা অনেকবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন । তবে কাজ হয়নি । কয়েকদিন আগে প্রশান্ত মণ্ডল নামে এক গ্রামবাসী বিধায়ক সমর মুখোপাধ্যায়কে ফোন করে রাস্তাটি সংস্কারের আবেদন জানান । গত বিধানসভা নির্বাচনে ওই ব্যক্তিই বিধায়কের পোলিং এজেন্ট ছিলেন । ভেবেছিলেন, বিধায়ক তাঁর কথা নিশ্চয় শুনবেন । কিন্তু তাঁকেও হতাশ করেছেন । ওই গ্রামবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া দূরের কথা, বিধায়ক ফোনে তাঁকে গালিগালাজ করেছেন । বিষয়টি প্রকাশ্যে আসতেই বিধায়কের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গ্রামবাসীরা । এর প্রতিবাদে আজ তাঁরা পথ অবরোধ করেন ।

বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

বিধায়কের পাশাপাশি তৃণমূলের জেলা চেয়ারম্যানের পদে রয়েছেন সমর মুখোপাধ্যায় (ratua tmc mla samar mukherjee) । সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কের মুখে পড়েছেন তিনি । তবে সেসব ছিল রাজনৈতিক বিতর্ক । এবার তাঁর বিরুদ্ধে মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠল । রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীকান্তটোলা গ্রামের মানুষজনের বক্তব্য, তাঁদের গ্রামে ঢোকার রাস্তাটি কখনও পাকা হয়নি । এ নিয়ে বিধায়কের কাছে আবেদন জানালে তিনি দুর্ব্যবহার করেছেন । তারই প্রতিবাদে আজ স্থানীয় দুর্গাপুর স্ট্যান্ডে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে দেয় পুলিশ ।

আরও পড়ুন :Soil Smuggling in Ratua : টাকার বিনিময়ে মাটি মাফিয়াদের মদত দিচ্ছেন আইসি, অভিযোগ তৃণমূল বিধায়কের

রাস্তার দাবি করে সমরবাবুকে ফোন করেছিলেন বাণীকান্তটোলার প্রশান্ত মণ্ডল । তিনি বলেন, “রাস্তার জন্য আমি বিধায়ককে ফোন করেছিলাম । কোনও আশ্বাস দেওয়া তো দূর, তিনি আমাকে গালাগালি করেন । বলেন, বেশি বাড়াবাড়ি করলে খুন করে দেব ।" গ্রামের বাসিন্দা মধুমিতা চৌধুরি, মনোজ চৌধুরিরা বলছেন, রাতবিরেতে অসুস্থদের ঘাড়ে চাপিয়ে নিয়ে যেতে হয় ৷ কিন্তু প্রসূতিদের কি ওভাবে নিয়ে যাওয়া যায় ? বিধায়ক নিজের বাড়িতে যাওয়ার পথ পাকা করে নিয়েছেন ৷ অথচ মানুষের সমস্যা শোনার সময় নেই তাঁর ৷

ক্ষমা চাইতে হবে, দাবি গ্রামবাসীদের

ঘটনায় সুর চড়িয়েছেন বিরোধীরাও ৷ সমর মুখোপাধ্যায়ের মতো প্রবীণ রাজনীতিকের মুখের ভাষা অবাক করলেও, এর পিছনে তৃণমূল কংগ্রেসের 'কালচার'কে দায়ী করছেন সিপিএমের রতুয়া এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম ৷ যদিও তৃণমূল বিধায়কের এই আচরণ অবাক করছে না জেলা বিজেপিকে ৷ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, "কংগ্রেসে থাকাকালীন তাঁর এমন আচরণ দেখা যায়নি । কিন্তু এখন এই আচরণ খুব স্বাভাবিক ।"

মাটি মাফিয়া চক্র নিয়ে কিছুদিন আগেই রতুয়ায় শাসকদলের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷ এই চক্রের সঙ্গে রতুয়া থানার আইসি ও অন্যান্য আধিকারিকদের জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন সমর মুখোপাধ্যায় ৷ যার তীব্র বিরোধিতা করেন রতুয়ায় তৃণমূলের ব্লক সভাপতি ফজলুল হক ৷ তাতেই দ্বন্দ্ব প্রকট হয় ৷ সেই ফজলুল হক ঘটনার তীব্র নিন্দা করে বলছেন, "কর্মীরাই দলের সম্পদ । দলনেত্রীও দলের প্রত্যেক কর্মীর সঙ্গে ভাল ব্যবহার করতে বলেছেন । তাঁদের সঙ্গে এমন ব্যবহার অন্যায়।"

আরও পড়ুন : Malda TMC Inner Clash : মাটি মাফিয়াদের সঙ্গে জড়িত রতুয়ার বিধায়ক, পাল্টা অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

ABOUT THE AUTHOR

...view details