মালদা, 14 ফেব্রুয়ারি : নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে মহিলা নার্সিংহোম কর্মীকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা ৷ ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা সহ মোট সাতজন ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷ ঘটনাটি মালদা শহরের মালঞ্চপল্লি এলাকার৷
নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে করে মহিলাকে অপহরণের চেষ্টা - কিডন্যাপ
মালদা শহরের মালঞ্চপল্লিতে বসবাস করেন বেবী মণ্ডল ৷ গত নভেম্বর মাসে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পান৷ আজ সকালে কয়েকজন বেবীদেবীকে তিন তলার ভাড়া বাড়ি থেকে নামিয়ে নিয়ে আসেন৷ সেই সময় প্রতিবেশী বিপাশা কর্মকার তাঁকে দেখতে পান ৷ বেবীদেবী জানান, তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে৷ বিপাশাদেবী বিষয়টি জানতে চাওয়ায় ওই লোকজন জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় বেবীদেবীকে তারা নিয়ে যাচ্ছে৷ এরপরেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন বিপাশাদেবী৷ স্থানীয় লোকজন ছুটে এসে অপহরণকারীদের আটক করে পুলিশে খবর দেয়৷
মালদা শহরের মালঞ্চপল্লিতে বসবাস করেন বেবী মণ্ডল ৷ তিনি সুজাপুরের একটি নার্সিংহোমের ম্যানেজার পদে কর্মরত৷ স্বামী সুমন রায় নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পান৷ আজ সকালে কয়েকজন বেবীদেবীকে তিন তলার ভাড়া বাড়ি থেকে নামিয়ে নিয়ে আসেন৷ সেই সময় প্রতিবেশী বিপাশা কর্মকার তাঁকে দেখতে পান৷ এরপরেই বেবীদেবী জানান, তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে৷ বিপাশাদেবী বিষয়টি জানতে চাওয়ায় ওই লোকজন জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় বেবীদেবীকে তারা নিয়ে যাচ্ছে৷ এরপরেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন বিপাশাদেবী৷ স্থানীয় লোকজন ছুটে এসে অপহরণকারীদের আটক করে পুলিশে খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়৷বিপাশাদেবী বলেন, “আমি দেখি কয়েকজন মিলে ওই মহিলাকে তিন তলার ঘর থেকে নিচে নামিয়ে এনেছে৷ ওই মহিলাকে আমাকে দেখতে পেয়ে জানায়, তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে৷ আমি ওদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানায়, ওই মহিলা নাকি মানসিক ভারসাম্যহীন৷ সেই সময় আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ ওই মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলে তুলে যাওয়ার চেষ্টা করছিল৷ কিন্তু ওই মহিলা সম্পূর্ণ সুস্থ৷ আমাদের যতদূর মনে হয় ওই মহিলার স্বামী এই ঘটনার পেছনে রয়েছে৷ পরে গাড়ি থেকে মুখে লাগানোর টেপও পাওয়া গিয়েছে৷”
বেবীদেবীর ভাই সামিউল বলেন, “প্রতিদিনের মতো আজও দিদি কাজে যাচ্ছিলেন৷ সেই সময় দুই মহিলা সহ সাতজন দিদিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সাতজনের মধ্যে দিদির স্বামীও ছিল৷ দিদির স্বামী নেশাগ্রস্ত৷ এর আগে নেশামুক্তি কেন্দ্রেও একবছর ছিল৷ দিদিকে তুলে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটকায়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওদের আটক করে নিয়ে আসা হয়৷ ওরা দিদিকে বিক্রি করে দিতে চাইছিল৷ আমরা এখন থানায় অভিযোগ দায়ের করতে এসেছি৷”