মালদা, 29 অক্টোবর : পুরাতন মালদার একটি পেট্রল পাম্পে হামলা চালাল এক দুষ্কৃতী ৷ অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট ওই দুষ্কৃতী 50 হাজার টাকা দাবি করে ৷ তা দিতে অস্বীকার করায় পেট্রল পাম্পে হামলা চালানো হয় ৷ এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷
অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট অঞ্জন হালদার নামে এক দুষ্কৃতী পুরাতন মালদার একটি পেট্রল পাম্পের মালিকের থেকে 50 হাজার টাকা তোলা দাবি করে ৷ তা দিতে অস্বীকার করায় সে পেট্রল পাম্পে হামলা চালায় ৷ পাম্পের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ পরে লোহার রড দিয়ে পাম্পে ভাঙচুর করে ৷ থানায় অভিযোগ জানালে প্রাণে মারার হুমকিও দেয় অঞ্জন ৷ পাম্পের মালিক মালদা থানায় অভিযোগ দায়ের করেন ৷