মালদা, 27 জুন: বাড়ির সামনে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর । মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল 2 নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে ।
মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া (3) ও সোম ঠাকুর (4) । অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী । আজ সকালে অভিজিৎ ও সোম বাড়ির সামনে খেলছিল । সেই সময় কোনওভাবে বাড়ির কাছের জলাশয়ে পড়ে যায় তারা । কিছু সময় পড়ে ওই জলাশয়ে সোমের মৃতদেহ ভেসে ওঠে । খানিক পরে ভেসে ওঠে অভিজিতের মৃতদেহও । ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নামে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সি ।