মালদা, ৩০ এপ্রিল : বাংলাদেশে পাথর রপ্তানিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইংরেজবাজার থানার IC । খুব দ্রুত পাথর রপ্তানিতে পুলিশ প্রশাসন অনুমোদন না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে । আজ মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে । সংগঠনের আরও অভিযোগ, এর আগে ইংরেজবাজারের পূর্বতন IC ও পুলিশ সুপার পাথর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন । তাঁদের সঙ্গে মাফিয়ারাও ছিল । যদিও ইংরেজবাজার থানার IC-র দাবি, আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে পুলিশের কোনও ভূমিকা নেই ।
গতকাল সুস্থানি মোড়ে বন্ধ থাকা পাথর রপ্তানি ব্যবসা দ্রুত চালু করার দাবিতে লরিচালক ও শ্রমিকরা বিক্ষোভ দেখান । গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আরজাউল ইসলাম জানান, ইংরেজবাজার থানার IC-র নির্দেশে ৫ এপ্রিল থেকে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে রয়েছে । IC আগে তাঁদের জানিয়েছিলেন, নির্বাচনের পর ২৪ এপ্রিল থেকে ব্যবসা ফের চালু করা হতে পারে । কিন্তু সেই বিষয়ে পুলিশের কোনও নির্দেশিকা আসেনি ।
পাথর ব্যবসায়ীদের এই সমস্যা নিয়ে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ বিশেষ বৈঠক ডাকে । বৈঠকে সংগঠনের প্রায় 150 জন সদস্য ছিলেন । তাঁরা দাবি করেন, পাথরের লোডিং পিছু টোকেন ইশু করার ব্যবস্থা করতে হবে । সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন দ্রুত পাথর রপ্তানিতে অনুমতি না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ।