মালদা, 10 জুন : করোনা সংক্রমণ রুখতে কড়া হাতে ময়দানে নেমেছে প্রশাসন ৷ বাজার-হাট-দোকান খোলা থাকছে মাত্র কয়েকঘণ্টা ৷ এই পরিস্থিতিতে সংসার চালানোর মতো মজুরি উপার্জন করতে পারছেন না বহু দিন আনা দিন খাওয়া শ্রমিক ৷ এবার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াল পুরাতন মালদা পৌরসভা ৷ তাদের জন্য স্থানীয় চৌরঙ্গি মোড়ে চালু করা হয়েছে মা কিচেন ৷ গতকাল থেকে এই রান্নাঘর চালু করা হয়েছে ৷ পাঁচ টাকার বিনিময়ে মা কিচেন থেকে মিলছে ভাত-ডাল-তরকারি-ডিম ৷
গতকাল দুপুরে মা কিচেনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য বৈশিষ্ঠ ত্রিবেদী, মঙ্গলবাড়ি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক হারাধন দেব সহ আরও অনেকে ৷