মালদা, 16 সেপ্টেম্বর : আন্তঃরাজ্য ভুয়ো পরীক্ষার্থী চক্রের সন্ধান মিলল মালদায় ৷ গতকাল রাতে ওই চক্রের এক পান্ডাসহ দুজনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷
জেল পুলিশের নিয়োগ পরীক্ষা ছিল গতকাল । পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে এই নিয়োগ পরীক্ষা হয়েছিল ৷ সেখানে নথি যাচাইয়ের সময় অ্যাডমিটে থাকা পরীক্ষার্থীর ছবির সঙ্গে পরীক্ষা দিতে আসা এক যুবকের চেহারা না মেলায় পরীক্ষকের সন্দেহ হয় ৷ তিনি পুলিশে খবর দিলে মালদা থানার পুলিশ ঘটনাস্থানে এসে ওই যুবককে আটক করে ৷ তার নাম চন্দ্রপ্রকাশ (26) ৷ বাড়ি বিহারের ঔরঙ্গাবাদ জেলার হাতিয়ারা এলাকায় ৷ তাকে জেরা করেই পুলিশ জানতে পারে, বিহারের ভুয়ো পরীক্ষার্থীদের একটি বিশাল চক্র রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে ৷ বিভিন্ন সরকারি পরীক্ষায় মোটা টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কাজ করে এই চক্র৷ পরীক্ষার্থীদের সঙ্গে যোগযোগ করার জন্য রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে ভুয়ো চক্রের এজেন্ট ৷ চন্দ্রপ্রকাশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের এক পান্ডাসহ জেলার এক এজেন্টকে গতকাল রাতে মালদা টাউন স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ভুয়ো পরীক্ষার্থী চক্রের পান্ডা সচিন কুমার সিং (25) বিহারের ছাপরা এলাকার বাসিন্দা ৷ আর ওই চক্রের জেলা এজেন্ট জগদীশ সরকার (31) বামনগোলার বাসিন্দা ৷ পরে চন্দ্রপ্রকাশকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের দফায় দফায় জেরা করা হয় ৷ আজ জেলা আদালতে ধৃতদের তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷