মালদা, 15 জুন : অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ধৃত চিনা নাগরিক হান জুনেইকে নিয়ে ক্রমশই রহস্য বাড়ছে ৷ এখনও পর্যন্ত 36 বছর বয়সী এই চিনাকে নিয়ে যে সমস্ত তথ্য মিলেছে তা ভাবিয়ে তুলেছে পুলিশকে ৷ তবে এখনও পুলিশ তার ল্যাপটপ ও আইফোন থেকে কোনও তথ্য বের করতে পারেনি ৷ কারণ তার ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড রয়েছে ম্যান্ডারিন ভাষায় ৷ কীভাবে এই চিনা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেতে ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ ৷ আগামী 18 জুন তাকে নিজেদের হেফাজতে নিতে চলেছে লখনউ এসটিএফ (Lucknow STF) ৷
গত 10 জুন সকালে এদেশে অনুপ্রবেশের দায়ে কালিয়াচক 1 নম্বর ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম থেকে হান জুনেইকে গ্রেফতার করে বিএসএফ ৷ বাড়ি চিনের হুবেই প্রদেশে ৷ তার কাছ থেকে একটি দামি ল্যাপটপ, দু'টি আইফোন, একটি বাংলাদেশি সিমকার্ড, একটি ভারতীয় সিমকার্ড, দু'টি চিনা সিমকার্ড, একটি পেনড্রাইভ, মানি ট্র্যানজাকশন মেশিন, দু'টি মাস্টারকার্ড, মার্কিন ডলার-সহ বেশ ভালো পরিমাণে বাংলাদেশি ও ভারতীয় টাকা উদ্ধার করা হয় ৷ বিএসএফের তরফে তাকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে ৷ জেলা আদালতের অনুমতিক্রমে আগামী 18 তারিখ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে নিয়েছে কালিয়াচক থানার পুলিশ ৷ ইতিমধ্যে জেলা পুলিশ সুপার-সহ একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তাকে বিভিন্ন সময়ে জেরা করেছেন ৷ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এলাকা থেকে সে কীভাবে এদেশে প্রবেশ করেছিল, তা জানতে গতকাল ফের ঘটনার পুনর্নির্মাণ করা হয় ৷