পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেপ্তার 2

ফের মালদায় অস্ত্র উদ্ধার৷ হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাংলা-বিহার সীমানার কাছে উদ্ধার অত্য়াধুনিক অস্ত্র ও কার্তুজ৷ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক৷ ধৃতরা মালদারই মানিকচকের বাসিন্দা৷

wb_mld_01_arrested_with_arms_wb10016
উদ্ধার হওয়া অস্ত্র-সহ অভিযুক্তরা

By

Published : Jan 30, 2021, 1:19 PM IST

মালদা, ৩০ জানুয়ারি: দিন কয়েক আগেই মালদার কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল৷ উদ্ধার হয়েছিল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অস্ত্র উদ্ধার মালদায়৷ উদ্ধার হল অত্যাধুনিক দু’টি রাইফেল, দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ৷ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক৷

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা আউট পোস্টের পুলিশ বাংলা-বিহার সীমানা লাগোয়া গোবরাঘাট এলাকায় অভিযান চালায়৷ সেখানেই খোঁজ মেলে সাদ্দাম হোসেন (২৫) ও শেখ মইজুল হকের (২২)৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি রাইফেল, দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ৷ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে৷ তারা দু’জনেই মানিকচকের ধরমপুরের বাসিন্দা৷

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিভিন্ন অংশে ভাগ করে ব্যাগে রাখা হয়েছিল৷ অর্থাৎ, যাদের কাছে অস্ত্রগুলি যাচ্ছিল, তারা অস্ত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল৷ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের 25(1)(a)/27 ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তাদের সঙ্গে অস্ত্রপাচারে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে৷

মালদায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেপ্তার 2

আরও পড়ুন:বিধানসভা নির্বাচনের ঘোষণার আগেই এরিয়া ডমিনেশন বারুইপুর জেলা পুলিশের

এগিয়ে আসছে একুশের বিধানসভা নির্বাচন৷ কয়েকদিন আগেই কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল৷ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আগামী বিধানসভায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করার উদ্দেশ্যেই অস্ত্র তৈরির কাজ চলছিল৷ সেই ঘটনার পর ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রশাসন৷

ABOUT THE AUTHOR

...view details