মালদা, 30 জুন : তিন দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় । অন্যান্য সময়েও ঘনঘন লোডশেডিং আর লো-ভোল্টেজের কারণে ভেঙে পড়েছে সেচ ব্যবস্থা । ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর । বারবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি ৷ তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হলেন পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েতের ছোট সুজাপুর গ্রামের বাসিন্দারা । বিদ্যুৎ পরিষেবা ঠিক করার দাবিতে মঙ্গলবার 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে ঘণ্টাখানেক ধরে চলল অবরোধ ৷ তীব্র যানজটে দাঁড়িয়ে পড়ল একের পর এক গাড়ি ৷
বিধানসভা নির্বাচনের আগে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোটো সুজাপুরের মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভার নির্ঘণ্ট ঘোষণা হতেই রাতারাতি চেহারা বদলে গিয়েছিল পুরো এলাকার । রাস্তার খানাখন্দ বন্ধ করতে পড়েছিল পিচের চাদর, পুরো এলাকা এমনভাবে সাফ করা হয়েছিল দেখে বোঝার উপায় ছিল না পঞ্চায়েত এলাকা না কর্পোরেশন ।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য জনসভার ময়দানের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিও আলোয় মুড়ে ফেলা হয়েছিল ৷ সেই এলাকাই এখন তিনদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে কমপক্ষে আট থেকে দশ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় । যে সময়টুকু বিদ্যুৎ থাকে সেই সময়েও লো-ভোল্টেজ । গত তিন দিন ধরে গোটা এলাকায় বিদ্যুৎ নেই । বাড়ি ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষি জমির সেচ ব্যবস্থা । সমস্যায় পড়তে হয়েছে ছাত্রছাত্রীদেরও । বিদ্যুৎ বিভাগে অনেকবার অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি । বাধ্য হয়ে তাই নিতে হয়েছে পথ অবরোধের সিদ্ধান্ত ।
টানা তিনদিন ধরে বিদ্যুৎহীন এলাকা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে জাতীয় সড়ক অবরোধে সামিল বাসিন্দারা আরও পড়ুন :মালদায় 1 জুলাই থেকে বেসরকারি বাসে বর্ধিত ভাড়া, সিদ্ধান্ত মালিকপক্ষের
মঙ্গলবার বিকেলে 12 নম্বর জাতীয় সড়কের মালদা বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ । এরপর দীর্ঘক্ষণ ধরে এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ তোলেন পুলিশকর্মীরা ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ সারিজুদ্দিন বলেন, “এই এলাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় খাবার জলের সমস্যা দেখা দিয়েছে । আমরা এ বিষয়ে বিদ্যুৎ বিভাগে অনেক বার জানিয়েছি, কিন্তু কিছুই হয়নি । আমরা এর স্থায়ী সমাধান চাইছি । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তাই পুরো এলাকাবাসী মিলে পথ অবরোধ করেছি ।”