পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিনেই অস্থায়ী উপাচার্য, আর স্থায়ী নিয়োগ দ্রুত : শিক্ষামন্ত্রী - গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিনের মধ্যেই একজন অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ সার্চ কমিটি কাজ শুরু করেছে ৷ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

gour banga university
Partha Chatterjee

By

Published : Feb 24, 2020, 8:59 PM IST

শিলিগুড়ি, 24 ফেব্রুয়ারি : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে ৷ ইতিমধ্যে গঠন করা হয়েছে সার্চ কমিটি । প্রক্রিয়াও শুরু হয়েছে । কয়েক মাস আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন পদত্যাগ করেন । তাঁর পদত্যাগপত্র গৃহীত না হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি ।

আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গের 74টি কলেজ, 8টি সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাওয়া হলে পার্থবাবু জানান, "বৈঠকে উত্তরবঙ্গের একাধিক কলেজের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । সেই সঙ্গে সমস্যা সমাধানের ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে । উত্তরবঙ্গের যে সব কলেজে স্থায়ী অধ্যক্ষ নেই সেখানে অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে । পাশাপাশি কলেজের পঠন-পাঠনের মান উন্নত করতেও বিশেষ নজর দেওয়া হবে ।"

কয়েকদিনের মধ্যেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজন অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে জানালেন শিক্ষামন্ত্রী

উত্তরববঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "রাজভবনের সঙ্গে একটি সমস্যা তৈরি হয়েছিল । সেই সমস্যার সমাধান হয়েছে ৷ আশা করছি কয়েকদিনের মধ্যেই একজন অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ সার্চ কমিটি কাজ শুরু করেছে ৷" উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা তো আমার ব্যাপার ৷ সংবাদমাধ্যমের বিষয় নয় ৷ কী হবে কী হবে না সেটা আমরা ঠিক করব ৷ যা আইনে আছে তাই হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details