মালদা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে ৷ এবার তার প্রভাব পড়ল মালদাতেও ৷ কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শনিবার থেকে শুরু হল অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ ৷ শনিবার তার সূচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ৷ তিনি জানান, এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ব়্যাগিং দূর করতে তাঁরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷
গত বুধবার রাত পৌনে 12টা নাগাদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র ৷ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর ৷ নদিয়ার হাঁসখালির বাসিন্দা ওই পড়ুয়া উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাজ্যের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ৷ এই ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তোলেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সিনিয়ররা ওই ছাত্রকে বিবস্ত্র অবস্থায় দৌড়তে বাধ্য করেছিলেন ৷
বুধবার রাত ন'টা নাগাদ ফোনে কিছু নিয়ে মাকে তাঁর ভয়ের কথাও জানান তিনি ৷ এই ঘটনায় পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা রমাপ্রসাদ কুণ্ডু ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ ঘটনার পুলিশি তদন্ত এখনও জারি রয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নাড়া দিয়েছে তামাম রাজ্যবাসীকে ৷ এরপরেই যাদবপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের ক্যাম্পাস থেকে ব়্যাগিং নির্মূল করার চেষ্টা করছে গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি) কর্তৃপক্ষ ৷ ব়্যাগিং নিয়ে প্রতিটি পড়ুয়াকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
আরও পড়ুন:চলত ব়্যাগিং সেল, সৌরভের নির্দেশই ছিল হস্টেলের শেষ কথা; দাবি পুলিশের