পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় দ্বিতীয় কোরোনা আক্রান্তের সন্ধান - মালদা

মালদার রতুয়ার এক ব্যক্তি COVID-19 আক্রান্ত । বর্তমানে তিনি কোয়ারানটিনে রয়েছেন ।

ছবি
ছবি

By

Published : Apr 29, 2020, 11:19 AM IST

Updated : Apr 29, 2020, 11:27 AM IST

মালদা, 29 এপ্রিল : জেলায় দ্বিতীয় কোরোনা আক্রান্তের সন্ধান মিলল ৷ গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে লালারস পরীক্ষায় আরও একজনের শরীরে কোরোনার উপস্থিতি পাওয়া গেছে ৷ আক্রান্ত ব্যক্তি রতুয়া 2 ব্লকের বাসিন্দা ৷ তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ৷ শুধু জানা গেছে, এই ব্যক্তিও একজন শ্রমিক ৷ জেলায় ফিরে আসার পর বর্তমানে কোয়ারানটিনে রয়েছেন ৷ তাঁকে জেলার COVID-19 হাসপাতালে নিয়ে যাওয়া হবে, নাকি শিলিগুড়ি পাঠানো হবে, তা এখনও অজানা ৷


এর আগে মানিকচক ব্লকে জেলার প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল ৷ ওই ব্যক্তি উত্তর 24 পরগনা জেলার বারাসতে টাওয়ার নির্মাণের কাজে গেছিলেন ৷ সেখান থেকে প্রথমে গ্রামে ফিরে আসেন ৷ গ্রামবাসীদের চাপে তাঁকে কোয়ারানটিন সেন্টারে নিয়ে যায় পুলিশ ৷ এবার রতুয়া 2 ব্লকে দ্বিতীয় কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে ৷

মালদা মেডিকেল সূত্রে জানা গেছে, গতকাল রাতে সেখানে 10টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাকি 9টি নেগেটিভ ৷ মেডিকেলের ওই সূত্র আরও জানাচ্ছে, গতকাল রাত 11টা পর্যন্ত 236 জনের লালারসের নমুনা পরীক্ষাগারে নিয়ে আসা হয়েছিল ৷ তার মধ্যে 138টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৷ মোট নমুনা এসেছে 558টি ৷ এখনও 137টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি ৷


এরই মধ্যে গুজব ছড়ায়, মানিকচকের প্রথম ওই কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন এক পুলিশকর্মীও ৷ এনিয়ে জেলার পুলিশ মহলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ গতকাল সেই পুলিশকর্মীর লালারসের নমুনাও পরীক্ষা হয়েছে ৷ যদিও মেডিকেল সূত্রের খবর, পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ৷

Last Updated : Apr 29, 2020, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details