মালদা, 28 মার্চ: ধর্ষণের মামলা প্রত্যাহার না-করায় বিশেষভাবে সক্ষম এক বধূকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ (Rape in Malda)৷ শুধু ওই বধূকেই নয়, একই হুমকি দেওয়া হচ্ছে তাঁর স্বামীকেও ৷ এই ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা বধূ ৷ তাঁর অভিযোগ, দুষ্কৃতীদের হুমকির বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ি, এমনকি ইংরেজবাজার থানাতেও জানিয়েছেন (English Bazar Rape Case)৷ কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷
পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, তাঁর স্বামী মাঝেমধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান ৷ গত বছরের জুলাই মাসেও তাঁর স্বামী ভিনরাজ্যে ছিলেন ৷ বাড়িতে তিনি একা ছিলেন ৷ সেই সুযোগে 22 জুলাই রাত একটা নাগাদ আরাফাত আলি নামে এক যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে ৷ তিনি তার হাত থেকে ছাড়া পেয়ে চিৎকার শুরু করলে পড়শিরা ছুটে আসেন ৷ তাঁরা আরাফতকে ধরে পুলিশের হাতে তুলে দেন ৷ এই ঘটনায় তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতে মামলা রুজু হয় ৷ আরাফত এখনও জেলা সংশোধনাগারে বন্দি ৷ সম্প্রতি আরাফতের লোকজন তাঁকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করে ৷ তারা হুমকি দিচ্ছে, অভিযোগ প্রত্যাহার না-করলে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করে ফেলবে (Alleged Murder Threat to Rape Victim)৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷