মালদা, 2 জুলাই:নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয়েছেন মা ৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মা ও মেয়ে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার মালদার ইংরেজবাজার এলাকায় ৷ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি (Rape Allegation Against Neighbours) ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই কিশোরী (13) অষ্টম শ্রেণির ছাত্রী । এদিন সকালে নির্যাতিতা কিশোরীর মা যখন বাথরুমে গিয়েছিল সেইসময়েই ঘটনাটি ঘটে । অভিযোগ, সেই সময় প্রতিবেশী দুই যুবক খলিল শেখ ও আজগর আলি ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে । মেয়ের চিৎকারে তড়িঘড়ি ঘরে ছুটে আসেন মা । বাধা দিতে গেলে অভিযুক্ত দুই যুবক মা ও মেয়েকে মারধর করে । আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা নির্যাতিতা ও তার মাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ।
আরও পড়ুন : মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত