পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rape Allegation Against neighbours: নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গিয়ে আক্রান্ত মা - victim are admitated in hiospital

প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা দুই যুবকের ৷ বাধা দিতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত নাবালিকার মা ৷ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মা ও মেয়ে ৷ ঘটনার প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু পুলিশের (Rape Allegation Against Neighbours) ৷

Rape Allegation Against neighbours
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গিয়ে আক্রান্ত মা

By

Published : Jul 2, 2022, 7:53 PM IST

মালদা, 2 জুলাই:নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয়েছেন মা ৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মা ও মেয়ে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার মালদার ইংরেজবাজার এলাকায় ৷ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি (Rape Allegation Against Neighbours) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই কিশোরী (13) অষ্টম শ্রেণির ছাত্রী । এদিন সকালে নির্যাতিতা কিশোরীর মা যখন বাথরুমে গিয়েছিল সেইসময়েই ঘটনাটি ঘটে । অভিযোগ, সেই সময় প্রতিবেশী দুই যুবক খলিল শেখ ও আজগর আলি ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে । মেয়ের চিৎকারে তড়িঘড়ি ঘরে ছুটে আসেন মা । বাধা দিতে গেলে অভিযুক্ত দুই যুবক মা ও মেয়েকে মারধর করে । আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা নির্যাতিতা ও তার মাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ।

আরও পড়ুন : মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত

নির্যাতিতা ওই কিশোরীর মা জানান, তিনি সকালে শৌচকর্ম করতে বাথরুমে গিয়েছিলেন । সেই সময় প্রতিবেশী দুই যুবক তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে । মেয়ের চিৎকারে তিনি ছুটে এসে বাধা দিতে গেলে তাঁকে ও মেয়েকে মারধর করে ওই দুই যুবক। দোষীদের শাস্তির দাবিতে তাঁরা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করবেন ।

আরও পড়ুন : বেড়াতে নিয়ে গিয়ে নাবালিকা ভাইঝিকে লাগাতার ধর্ষণ! ধৃত অভিযুক্ত কাকা

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details