মালদা, 15 জুলাই: প্রশাসনের কাছে দলীয় পঞ্চায়েতের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ জানিয়ে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তৃণমূলের যুব নেতা । তিনি দাবি করেছেন, ইতিমধ্যে খুনের হুমকি পেতে শুরু করেছেন তিনি (Allegations of Corruption Against Deotala Gram Panchayat)। এই পরিস্থিতিতে তিনি পুলিশি নিরাপত্তার আর্জি জানাচ্ছেন । যদিও নিরাপত্তার দাবিতে এখনও পর্যন্ত পুলিশের দ্বারস্থ হননি তিনি । তবে তাঁর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান । ঘটনাটি গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ভোরদিঘি গ্রামের।
পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশাসনের একাধিক মহলে অভিযোগ জানিয়েছেন গাজোল ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দানিয়াল হোসেন । তিনি জানান, ভোরদিঘি গ্রামে আমার বাবা আফাজুদ্দিন আহমেদ ও ঠাকুমা গফুরান বেওয়ার নামে জমি রয়েছে । ওই জমিতে 100 দিনের কাজ প্রকল্পে পুকুর ও শ্মশান নির্মাণের স্কিম ধরা হয়েছে । সেখানে এক কোদাল মাটি কাটা না-হলেও ভুয়ো মাস্টার রোলের মাধ্যমে কয়েক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে । এর প্রতিবাদে আমি জেলাশাসক, মহকুমাশাসক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, পুলিশ সুপার, বিডিও, থানা, পঞ্চায়েত প্রধান এমনকী মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছি ।