মালদা, 2 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ৷ তারই মধ্যে আরও একবার মালদায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷ এবার রতুয়ায় ৷ শাসকদলের বিধায়কের বিরুদ্ধে তাঁকে ফাঁসিয়ে দেওয়ার পাশাপাশি খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন আরেক তৃণমূল নেতা শেখ ইয়াসিন ৷ শুধু মৌখিক অভিযোগ তোলা নয়, নিজের বক্তব্যের সমর্থনে ইয়াসিন আজ বিধায়কের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সংবাদমাধ্যমের হাতে তুলে দেন ৷ যদিও সেই অডিয়ো ক্লিপের বক্তব্য খুব অস্পষ্ট ৷ নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ শাসকদলের জেলা সভানেত্রী এই ঘটনাকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ৷
রতুয়া এলাকায় সমর মুখোপাধ্যায় ও শেখ ইয়াসিনের দ্বৈরথ সর্বজনবিদিত ৷ এর আগেও একাধিকবার এই দুই নেতার বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ এর আগে ইয়াসিনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ নিয়ে এসেছিলেন সমরবাবু ৷ সাম্প্রতিক সময়ে এলাকায় ইয়াসিনের প্রভাব অনেকটাই বেড়েছে ৷ রাজনৈতিক মহলের অনুমান, সেকারণেই ইয়াসিনকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন বর্ষীয়ান এই বিধায়ক ৷ এরই মধ্যে আজ বাহারাল অঞ্চল তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শেখ ইয়াসিন বলেন, “দীর্ঘদিন ধরেই এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায় আমাকে জেলে ঢোকানোর ষড়যন্ত্র করছেন ৷ আমি বিষয়টি মৌখিকভাবে জেলা নেতৃত্ব ও দলের জেলা সভানেত্রীকে জানিয়েছি ৷ কিছুদিন আগে বিধায়ক নিজের সাঙ্গপাঙ্গর সঙ্গে এক জায়গায় বসে বলেন, যেভাবেই হোক, পুলিশকে টাকা খাইয়ে ইয়াসিনকে লকআপে ঢুকিয়ে গুলি করব ৷ বিধায়ক দেবীপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন ৷ সেখানকার এক মহিলাকে তিনি সম্প্রতি ডেকে পাঠিয়ে বলেন, ইয়াসিনের নামে তাঁকে ধর্ষণের অভিযোগ দায়ের করতে হবে ৷ তার জন্য তিনি তাঁকে টাকাপয়সা দেওয়ার পাশাপাশি চাকরির ব্যবস্থা করবেন ৷ ওই মহিলা আমাকে সব কথা খুলে বলেন ৷ আমি গোটা ঘটনা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাব ৷ আমরা 2013 সাল থেকে একনিষ্ঠ কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছি ৷ এখানকার বিধায়ক কোথাও ঠাঁই পান না ৷ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়ছে ৷ তাই তিনি আমাকে যেভাবে হোক, জেলে ঢোকানোর চেষ্টা করছেন ৷”