পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতে বিকৃত মনোনয়ন নথি জমা নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

পঞ্চায়েতে মনোনয়নের নথি বিকৃত করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে ৷ অস্বস্তিতে মালদা জেলা প্রশাসন ৷

By

Published : Jun 21, 2023, 8:43 PM IST

Updated : Jun 21, 2023, 9:01 PM IST

ETV Bharat
ETV Bharat

অস্বস্তিতে মালদা প্রশাসন

মালদা, 21 জুন:এবার নির্বাচনে যুক্ত সরকারি কর্মী ও আধিকারিকদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন শাসকদলের এক কর্মী ৷ শুধু মৌখিকভাবেই নয়, রীতিমতো তথ্যপ্রমাণ দিয়ে তিনি সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ একইসঙ্গে তিনি সরাসরি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীদের টিকিট বিলির অভিযোগ তুলেছেন ৷ গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অস্বস্তিতে পড়েছে প্রশাসনও ৷

তৃণমূলের ওই কর্মীর নাম আবদুল খালিক ৷ তিনি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের বাসিন্দা ৷ তাঁর অভিযোগ,“এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে আমার নাম এসেছিল ৷ তার ভিত্তিতে দলের চাঁদমনি 1 অঞ্চল সভাপতি আবু কালাম আজাদ আমাকে মনোনয়নপত্র দাখিল করতে বলেন ৷ আমি চাঁদমনি 1 গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর সংসদের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিই ৷ অঞ্চল সভাপতি আমাকে দলীয় প্রতীকও দিয়েছিলেন ৷ গতকাল সকাল 10টা পর্যন্ত সিম্বল ডিস্ট্রিবিউশন ফর্মে আমার নাম ছিল ৷ কিন্তু এক ঘণ্টা পর আমার কাছে খবর আসে, আমার নাম নাকি ওই ফর্মে হোয়াইটনার দিয়ে মুছে মনসুর বলে একজনের নাম লেখা হয়েছে ৷ বিষয়টি ব্লক সভাপতিকে জানালে তিনি বলেন, এমনটা হতেই পারে না ৷ মনোনয়ন প্রক্রিয়ায় কোনও কাগজে হোয়াইটনার ব্যবহার করা যায় না ৷ বিকেল পাঁচটায় আমার কাছে হোয়াইটনার দিয়ে আমার নাম মোছা সিম্বল ডিস্ট্রিবিউশন ফর্মের ছবি আসে ৷"

অভিযোগপত্র

তাঁর আরও অভিযোগ, তখন এই বিষয়টি দলের ব্লক সভাপতিকে জানালে তিনি 180 ডিগ্রি ঘুরে যান ৷ পরে অঞ্চল সভাপতিও ফোন বন্ধ করে দেন ৷ তাঁর দাবি, দলের জেলা সভাপতি বিষয়টি নিয়ে তাঁকে বিডিওর সঙ্গে কথা বলতে বলেন৷ আবদুল খালিক নামে ওই তৃণমূল কর্মীর কথায়,"হোয়াইটনার দিয়ে মুছে দেওয়া তথ্যযুক্ত কোনও কাগজ কি প্রশাসন নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহার করতে পারে ? আমি নিজে প্রার্থী হওয়ার জন্য অঞ্চল সভাপতিকে এক লাখ টাকা দিয়েছিলাম ৷ সেই টাকা ব্লক সভাপতির মাধ্যমে দলের ফান্ডে জমা পড়ার কথা ৷ পরে শুনতে পাই, অঞ্চল সভাপতি আবু কালাম আজাদ আর ব্লক সভাপতি অজয় সিনহা সাড়ে সাত লাখ টাকায় আমার আসন মনসুরের কাছে বিক্রি করেছে৷ আমি এদের শাস্তি চাই ৷”

আরও পড়ুন: এত হিংসা হলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি সিনহার

এ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসিকে প্রশ্ন করা হলে তিনি জানান,“মনোনয়নের কোনও কাগজে হোয়াইটনার ব্যবহার করা যায় কিনা সেটা প্রশাসন ভালো বলতে পারবে ৷ তবে টাকা নিয়ে প্রার্থী করার যে অভিযোগ তোলা হচ্ছে, সেটা সঠিক নয়৷ জেলার কোথাও টাকার বিনিময়ে প্রার্থী করা হয়নি ৷” এদিকে নির্বাচনের নথিপত্রে হোয়াইটনার ব্যবহারের বিষয়টি জানতে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পোকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷ তবে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, আদপে কী ঘটেছে, সেটা সংশ্লিষ্ট ব্লকের বিডিও ভালো বলতে পারবেন ৷ এনিয়ে কোনও অভিযোগ আসেনি ৷ অভিযোগ আসলে তা খতিয়ে দেখা হবে ৷” যদিও বারবার প্রশ্ন করা হলেও মনোনয়নের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাগজে হোয়াইটনার ব্যবহার করা যায় কি না, তার উত্তর দেননি জেলাশাসক ৷

Last Updated : Jun 21, 2023, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details