পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Raped: মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত - Minor Girl Raped

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামের । অভিযুক্ত পলাতক (Minor Girl Raped) ৷

Minor Girl Raped
মালদায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

By

Published : Jun 28, 2022, 12:37 PM IST

মালদা, 28 জুন: প্রতিবেশী যুবকের লালসার শিকার হল দশম শ্রেণির এক ছাত্রী । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে । মঙ্গলবার ভোরে ওই কিশোরীকে উদ্ধার করা হয় (Minor Girl Raped)। ভোরেই হরিশ্চন্দ্রপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কিশোরী । তবে এই খবর চাউর হতেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে । তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ।

নির্যাতিতার মা জানান, সোমবার সন্ধেয় মেয়ে বাড়িতেই ছিল । শৌচকর্মের জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল । সেখান থেকেই মুখে কাপড় দিয়ে মেয়েকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক । এরপর মেয়ের হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় সে । মেয়েকে প্রথমে নিয়ে যায় গ্রামের একটি মাঠে । সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেয়ের উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত । সেখান থেকে ওই যুবক মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে যায় । এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । শেষ পর্যন্ত ভোর তিনটে নাগাদ ছেলেটির বাবা-মা মেয়েটিকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ।

নির্যাতিতার মায়ের কথায়, "মেয়ে যে বাড়িতে নেই, তা আমি সন্ধে সাতটার সময় জানতে পারি । তখন থেকে মেয়েকে খুঁজতে শুরু করি । ছেলেটির বাড়িতেও মেয়েকে খুঁজতে গিয়েছিলাম । ছেলেটিকেও মেয়ের বিষয়ে জিজ্ঞেস করলাম । কিন্তু সে সবকিছু অস্বীকার করে । মেয়ে আমাকে সব ঘটনা জানিয়েছে । থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ।"

আরও পড়ুন :ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক

নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবকের বাবা-মাকেও ।

ABOUT THE AUTHOR

...view details