মালদা, 26 ডিসেম্বর : পৌরসভায় ডামাডোল ৷ তার জেরে কয়েক বছর ধরে ভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন বিধবা ও বৃদ্ধ-বৃদ্ধারা ৷ এনিয়ে সরব হয়েছেন পৌরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্যও ৷ যদিও চেয়ারম্যান দাবি করছেন, এর সঙ্গে বোর্ড অফ কাউন্সিলর্স সভার কোনও বিষয়ই নেই ৷ কেন্দ্রীয় সরকার এই খাতে কোনও টাকা দিচ্ছে না ৷ তবে রাজ্য সরকার এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে ৷ আগামীকাল থেকেই মহকুমাশাসকের দপ্তরে শুনানি শুরু হবে আবেদনকারীদের ৷
এপ্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার অন্যতম চেয়ারম্যান ইন কাউন্সিল আশিস কুণ্ডু বলেন, “আমরা মানুষের আশীর্বাদ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হই ৷ আমাদের কথা বলার জায়গা বোর্ড অফ কাউন্সিলর্স বৈঠক ৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইংরেজবাজার পৌরসভায় এই বৈঠকই ডাকা হয় না ৷ ফলে আমাদের কথা বলার সুযোগটাই নেই ৷ গত তিন বছর ধরে কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের গরিব মানুষের বিধবা, বার্ধক্য কিংবা অক্ষম ভাতার আবেদন করেছে ৷ কিন্তু তিন বছর ধরে কেউ এসব ভাতা পাচ্ছে না ৷ আমার নিজের ওয়ার্ডে যাঁরা এই ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের অনেকে মারাও গেছেন ৷ তাঁদের আবেদনটা আবেদনই থেকে গেল ৷ তাঁরা চলে গেলেন ৷ ভাতাটা আর পৌরসভা দিতে পারল না ৷ এনিয়ে আমার আক্ষেপ রয়েছে ৷ ভাতার টাকাটা পেলে তাঁরা নিজেদের ইচ্ছেমতো খরচ করতে পারতেন ৷ এটা পৌর কর্তৃপক্ষের দেখা উচিত ৷ আমার ওয়ার্ডেই ৮০ জন এমন ভাতা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন ৷ গোটা শহরে সেই সংখ্যাটা প্রায় ২ হাজার ৷ তিন বছর ধরে আবেদন জানিয়েও তাঁরা ভাতা পাচ্ছেন না ৷ আমি CIC মেম্বার হলেও আমাদের বৈঠক ডাকার অধিকার নেই ৷ আমি চিঠি দিয়ে কর্তৃপক্ষকে বারংবার জানিয়েছি ৷ কিন্তু দুর্ভাগ্য, এখনও কেউ ভাতা পাচ্ছে না ৷”
ভাতা না পাওয়ার অভিযোগ, কেন্দ্রের দিকে আঙুল চেয়ারম্যানের - ইংরেজবাজার পৌরসভা
"আমি জানি না কে এই অভিযোগ করেছেন ৷ কিন্তু তিনি যদি এই অভিযোগ করে থাকেন, তবে তিনি এর নিয়মটা ঠিকমতো জানেন না ৷ বার্ধ্যক্য ও বিধবা ভাতার সঙ্গে BOC বৈঠকের কোনও সম্পর্ক নেই ৷"
বার্ধক্য ও বিধবা ভাতা
রাজনৈতিক কথা চালাচালি থাকবেই ৷ কিন্তু এসবের জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ মালদা শহরের শরৎপল্লি এলাকার এক বৃদ্ধা বলেন, “প্রায় আড়াই বছর আগে শওহর মারা গেছেন ৷ বিধবা ভাতার জন্য আবেদন করেছি বছর দুয়েক আগে ৷ কিন্তু এখনও কোনও টাকাপয়সা পাইনি ৷ টাকাটা পেলে আমার সুবিধে হত ৷ কোনওরকমে এখন সংসার চলছে ৷ একটা ছেলে আছে ৷ কাজ করে যা রোজগার করে, তাতে সংসার চলে না ৷”
Last Updated : Dec 26, 2019, 10:34 AM IST