মালদা, 8 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশে রেশনের কুপন বিলির কাজ শুরু হয়েছে মালদায় ৷ অনেকের মধ্যে বিলি করা হচ্ছে রেশন কার্ড ৷ কিন্তু আজ সকালে এই নিয়ে বিশৃঙ্খলা নজরে পড়ল মালদা শহরের একাধিক জায়গায় ৷ সামাজিক দূরত্ব অমান্য করেই চলছে কুপন বিলির কাজ ৷ বিশেষত ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে সেই অব্যবস্থা ছিল চোখে পড়ার মতো ৷ স্থানীয় কাউন্সিলরকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টিই এড়িয়ে গিয়েছেন ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য সরকার ৷ যাঁদের রেশন কার্ড নেই কিংবা এখনও তা হাতে পাননি, তাঁদের জন্য রেশনের কুপন বিলির কাজ শুরু হল আজ থেকে ৷ আজ মালদা শহরের ঘোড়াপীড় মোড়ে রেশন কুপন বিলি শুরু হয় সকালেই ৷ আর এতেই চরম বিশৃঙ্খলা নজরে আসে ৷ সামাজিক দূরত্ব না মেনেই ঠেসাঠেসি করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপভোক্তাদের ৷