মালদা, 19 জুলাই: মনরেগা প্রকল্পে শুধু ওই আর্থিক বর্ষেই দুর্নীতির পরিমাণ নাকি সাড়ে তেরো কোটি টাকার বেশি । শুধু গ্রামবাসীরা নয়, এই অভিযোগ এলাকার শিক্ষক মহল থেকে শুরু করে খোদ উপপ্রধানের (Allegation of embezzlement) । এনিয়ে তাঁরা অভিযোগ দায়ের করেছেন ডিভিশনাল কমিশনারের কাছে । শুরু হয়েছে দুর্নীতির প্রশাসনিক তদন্ত ।
এবারের ঘটনা রতুয়া 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, 2017-18 অর্থবর্ষে মনরেগা প্রকল্পে (NREGA Project) এই পঞ্চায়েত এলাকায় প্রায় 400টি স্কিম পাস হয়েছিল । কিন্তু একটি স্কিমেরও কাজ হয়নি । শুধু বোর্ড বানিয়ে কোনও গোপন জায়গায় নিয়ে গিয়ে ছবি তোলা হয়েছে । সেই বোর্ড ফের পঞ্চায়েত দফতরে নিয়ে যাওয়া হয়েছে । আর ওই ছবি জমা করে তুলে নেওয়া হয়েছে সাড়ে তেরো কোটি টাকার বেশি ।
আরও পড়ুন :পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই একাংশের, প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
ওই পঞ্চায়েতের আজিজটোলার বাসিন্দা জেসারত আলি বলেন, "এখানে 400টির বেশি স্কিমে সাড়ে তেরো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হয়েছিল । কোনও স্কিমের কাজ না করে সম্পূর্ণ টাকা প্রধান, নির্মাণ সহায়ক-সহ অন্যান্য পঞ্চায়েত কর্মীরা তুলে নিয়েছেন । এসব স্কিমের কথা গ্রামবাসীদেরও জানানো হয়নি । গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে । বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । আমরা চাই, এই ঘটনার প্রশাসনিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করা হোক ।" একই বক্তব্য ওই গ্রামের সাদ্দাম, দেওনলা গ্রামের মণিরুল ইসলাম, জাহিদটোলার সুকুরুদ্দিন-সহ আরও অনেকের ।