মালদা, 25 এপ্রিল : স্ত্রীর এটিএম কার্ড হাতাতে না পেরে 10 মাসের শিশুকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (allegation against man of killing his infant son) । ঘটনায় স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃত শিশুর মা । এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর মা সাবিনা খাতুন । ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে । তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মশলদা গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায় ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দুয়েক আগে তালগাছি এলাকার মোক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয় স্থানীয় সাবিনা খাতুনের । 10 মাস আগে তাঁদের এক পুত্র সন্তান হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য সাবিনার উপর চাপ দিত মোক্তার । কিছুদিন আগে সাবিনার বাবা তাঁর অ্যাকউন্টে কিছু টাকা পাঠান । সেই টাকা হাতাতে সাবিনার থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন । এটিএম কার্ড দিতে রাজি না হওয়ায় চারদিন আগে সাবিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । এমনকি তাঁর দশ মাসের শিশু সন্তানকেও সাবিনার থেকে কেড়ে নেওয়া হয় ।