পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Infant Death in Malda : স্ত্রীর এটিএম কার্ড হাতাতে না পেরে দশ মাসের ছেলেকে খুন ! অভিযোগ বাবার বিরুদ্ধে

মৃত শিশুর মা জানিয়েছেন, তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা তাঁর সন্তানকে জোর করে আটকে রেখে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিল । তাঁরাই খুন করেছে তাঁর পুত্র সন্তানকে (Infant Death in Malda ) ।

malda infant death
স্ত্রীর এটিএম কার্ড হাতাতে না পেরে দশ মাসের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

By

Published : Apr 25, 2022, 10:59 PM IST

মালদা, 25 এপ্রিল : স্ত্রীর এটিএম কার্ড হাতাতে না পেরে 10 মাসের শিশুকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (allegation against man of killing his infant son) । ঘটনায় স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃত শিশুর মা । এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর মা সাবিনা খাতুন । ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে । তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মশলদা গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দুয়েক আগে তালগাছি এলাকার মোক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয় স্থানীয় সাবিনা খাতুনের । 10 মাস আগে তাঁদের এক পুত্র সন্তান হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য সাবিনার উপর চাপ দিত মোক্তার । কিছুদিন আগে সাবিনার বাবা তাঁর অ্যাকউন্টে কিছু টাকা পাঠান । সেই টাকা হাতাতে সাবিনার থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন । এটিএম কার্ড দিতে রাজি না হওয়ায় চারদিন আগে সাবিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । এমনকি তাঁর দশ মাসের শিশু সন্তানকেও সাবিনার থেকে কেড়ে নেওয়া হয় ।

দশ মাসের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আরও পড়ুন : ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছাত্রের, প্রতিবাদে কাঁকসা থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের

সোমবার সকালে সাবিনা জানতে পারেন শ্বশুরবাড়িতে মারা গিয়েছে তাঁর সন্তান । ঘটনার কথা জানতে পেরে স্বামী মোক্তার হোসেন, শ্বশুর মহম্মদ ইরফান ও শাশুড়ি সানোয়ারা বিবির বিরুদ্ধে ভালুকা ফাঁড়িতে শিশু খুনের অভিযোগ দায়ের করেন সাবিনা । তাঁর অভিযোগের ভিত্তিতে সাবিনার শ্বশুর-শাশুড়িকে আটক করে পুলিশ । তবে ঘটনার পর থেকে পলাতক মোক্তার হোসেন । ঘটনা প্রকসঙ্গে সাবিনা বলেন, “বাবা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল । স্বামী, শ্বশুর ও শাশুড়ি সেই টাকা নেওয়ার জন্য আমার এটিএম কার্ড চেয়েছিল । কিন্তু আমি সেই কার্ড না দেওয়ায় আমার 10 মাসের ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় । গতকাল আমি শ্বশুরবাড়িতে এসে বলি আমার বাচ্চাকে চাই । কিন্তু ওরা বাচ্চা না দিয়ে আমাকে তালাক দেওয়ার কথা বলে । আজ সকালে জানতে পারি, আমার বাচ্চা মারা গিয়েছে । স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে । আমি ওদের শাস্তি চাই ।”

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details