মালদা, 24 এপ্রিল : নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (Allegation Against BJP Miscreants to Kidnap A Girl in Malda) ৷ মালদার হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা ৷ গত বুধবার ঘটনাটি ঘটেছে ৷ ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েছিল সে ৷ তখনই তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তৃণমূল সমর্থক ৷ এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে কিশোরীর পরিবার ৷ যদিও, স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই কিশোরী গত বুধবার স্কুল থেকে ফেরার পথে অপহৃত হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, গত বুধবার স্থানীয় একটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল ওই কিশোরী ৷ তার পর থেকে আর সে বাড়ি ফেরেনি ৷ বিকেল হওয়ার পরেও কিশোরী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন ৷ রাতে পরিবারের লোকজন জানতে পারেন, ওই কিশোরীকে ব্যাংকের সামনে থেকে অপহরণ করা হয়েছে ৷ তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ জানানো হয় ৷ পুলিশ ব্যাংকের সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ৷
পরিবারের অভিযোগ, তারা সক্রিয় ভাবে তৃণমূল করেন বলে বিজেপির তরফে তাদের বাড়ির মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়ে থাকতে পারে ৷ কিন্তু, তাঁরা কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন যে, তাঁদের মেয়েকে বিহারে পাচার করা হয়েছে ? এর কোনও সদুত্তর অপহৃত কিশোরীর পরিবার দিতে পারেনি ৷