পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিম নিয়ে বিতর্ক, মমতা-মদনের ছবি বিকৃত করায় অভিযোগ দায়ের

সোশাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে শেয়ার করা নিয়ে বিতর্ক। গতকাল এর প্রতিবাদে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স সোশ্যাল মিডিয়া কমিউনিটি (AITCSSMC) অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন জমা দিল।

aitcssmc

By

Published : Mar 29, 2019, 10:32 AM IST

Updated : Mar 29, 2019, 11:33 AM IST

মালদা, 29 মার্চ : বেশ কিছুদিন ধরে মদন মিত্রকে ঘিরে ছড়াচ্ছিল মিম। হাসি-মজার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এবার তা সীমা ছাড়াল। মমতা বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের ছবি বিকৃত করে শেয়ার হল সোশাল মিডিয়ায়। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ইংরেজবাজার থানা, মালদা থানা ও মোথাবাড়ি থানায় ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স সোশাল মিডিয়া কমিউনিটি (AITCSSMC)।

দেখুন ভিডিয়ো

AITCSSMC-র তরফে অভিযোগ করেছে, ২৫ মার্চ কৌস্তভ চক্রবর্তী নামে এক যুবক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় শেয়ার করেছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। AITCSSMC-র পক্ষ থেকে শৌভিক গোস্বামী বলেন, "ছবি বিকৃত করে শেয়ার হচ্ছে। এভাবে অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইংরেজবাজার থানার IC-র দ্বারস্থ হয়েছি।"

২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তাঁরা।

Last Updated : Mar 29, 2019, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details