মালদা, 18 ফেব্রুয়ারি : ভোটের মুখে গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ নিয়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুললেন গ্রামবাসীরা ৷ এনিয়ে আজ তাঁরা পঞ্চায়েত দপ্তরে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ যদিও গোটা ঘটনার দায় সুপারভাইজ়ারের কাঁধে চাপিয়েছেন প্রধান ৷ সুপারভাইজ়ারকে বরখাস্ত করার কথাও জানিয়েছেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতে ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ ৷ তবে এনিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সিন্ধিয়া গ্রামে 100 দিনের কাজ প্রকল্পে মহানন্দার পাড় থেকে মাটি তোলার কাজ চলছে ৷ সেখানে কাজ পেয়েছেন গ্রামের প্রায় দেড়শো মানুষ ৷ কিন্তু শ্রমিকদের সেখানে নায্য মজুরি দেওয়া হচ্ছে না ৷ কাজ না করেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে ৷ এসব নিয়েই আজ পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ বিক্ষোভকারী সত্যনারায়ণ সাহা বলেন, “আমাদের মাটি কাটার নায্য পারিশ্রমিক দিচ্ছে না ৷ মাটি কাটার সরকারি পারিশ্রমিক 204 টাকা ৷ কিন্তু আমাদের দেওয়া হচ্ছে 150 টাকা ৷ গত 5-7 বছর ধরে এমনটা চলছে ৷ এনিয়ে আমরা সুপারভাইজ়ারকে বারবার বলেছি ৷ কিন্তু তিনি আমাদের পাত্তা দিচ্ছেন না ৷ তিনি বলছেন, 150 টাকায় কাজ করতে হলে কর, নয়তো বাদ দাও ৷ আরও বড় বিষয়, সুপারভাইজ়ার নদীপাড়ের মাটি কেটে একজনের বাড়িতে ফেলাচ্ছেন ৷ আমরা এই বেনিয়মের বিরুদ্ধে ৷ আমারা নায্য পারিশ্রমিক ও বেআইনি কাজ বন্ধ করার দাবিতে প্রধানকে ঘেরাও করতে এসেছি ৷”