দার্জিলিং, 11 মে :চিকিৎসকদের ডিপ্লোমা কোর্স এবং নার্সদের 15 দিনের প্রশিক্ষণের পর নিয়োগ করা নিয়ে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রস্তাবের বিরোধীতায় এবার সরব হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা । হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে চিকিৎসক ও নার্সদের ঘাটতি মেটাতে স্বল্প সময়ের কোর্স চালু করা নিয়ে প্রস্তাব দেন ৷ তিনি জানান, প্রাইমারি হেলথ সেন্টারগুলির জন্য চিকিৎসকদের ডিপ্লোমা কোর্স ও নার্সদের 15 দিনের প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা যায় কি না তা নিয়ে আলোচনা করা যেতে পারে। শুধু তাই নয়, বিষয়টির আইনি দিক খতিয়ে দেখতে স্বাস্থ্য়সচিবকে দায়িত্বও দেন মমতা ।
এরই তীব্র বিরোধীতায় সরব হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্ভিস সেন্টারের সদস্যরা । এদিন হাসপাতালের মূল গেটের সামনে হাতে পোস্টার নিয়ে ওই প্রতিবাদ দেখান তারা । এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা ।