মালদা, ১৫ ডিসেম্বর : হরিশচন্দ্রপুরের পরে ভালুকা রোড স্টেশন ৷ নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর প্রতিবাদে রেললাইনে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ । ঘটনাস্থানে পৌঁছেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ৷
উত্তপ্ত মালদার ভালুকা রোড স্টেশন, রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ - caa-nrc protest malda
NRC ও CAA এর প্রতিবাদে আজ দুপুরে ভালুকা রোড স্টেশনে শুরু হয়েছে বিক্ষোভ । এরপর রেল লাইনের উপর আগুন জ্বালায় তাঁরা ।
![উত্তপ্ত মালদার ভালুকা রোড স্টেশন, রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5378997-thumbnail-3x2-m.jpeg)
ভালুকা রোড স্টেশনে আগুন
NRC ও CAA বিরোধিতায় অশান্ত রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশচন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ এদিন দুপুরে ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদকারীরা ৷ এরপর রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ।
দেখুন ভিডিয়ো
যদিও গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি ।
Last Updated : Dec 15, 2019, 3:22 PM IST