মালদা,1 জানুয়ারি : বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে সামলাতে পারছিলেন না বাবা । তাই তাঁকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করলেন বাবা । গাজোল ব্লকের মাঝড়া গ্রামের ঘটনা ।
ব্যক্তিকে বিষ খাইয়ে আত্মহত্যা বাবার - malda suicide
মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে সামাল দিতে পারছিলেন না বাবা ৷ দীর্ঘ চিকিৎসাতেও সুস্থ করতে পারেননি ৷ এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । তার জেরেই এই ঘটনাটি ঘটে ।
মৃত ব্যক্তির নাম সাধুচরণ বিশ্বাস (39)৷ বাবা আনন্দ বিশ্বাস (70) । আনন্দবাবু দীর্ঘদিন মাঝড়া গ্রামের বাসিন্দা ৷ পেশায় কৃষক ছিলেন ৷ এ ঘটনার প্রসঙ্গে তাঁর ভাইপো সুবোধচন্দ্র বিশ্বাস বলেন, “ছোটো থেকেই সাধুচরণ ছিলেন মানসিক প্রতিবন্ধী ৷ তার কোনও বাহ্যিক জ্ঞান ছিল না ৷ মাঝেমধ্যে হিংস্র হয়ে উঠতেন ৷ অনেক চিকিৎসা করানো হয়েছে ৷ কিন্তু সুস্থ করে তোলা যায়নি ৷ এ নিয়ে কাকা মানসিক অবসাদে ভুগতেন ৷ তিনি আমাদের অনেকবার বলেছিলেন, ''সামলাতে পারছি না ৷ একে খুন করে আমিও আত্মহত্যা করব৷'' আমরা অনেকবার বুঝিয়েছি ৷ শেষ পর্যন্ত গতকাল রাত সাড়ে 9টা নাগাদ দুর্ঘটনাটি হয় ৷ বাড়িতে থাকা বেগুনের কীটনাশক সাধুচরণকে জোর করে খাইয়ে দেন ৷ এরপর নিজেও সেই বিষ পান করেন ৷ খানিক পর দু’জনেই অসুস্থ হয়ে পড়ে ৷ খবর পেয়ে আমরা তাড়াতাড়ি দু’জনকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই ৷ কিন্তু সেখান থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় । অবশেষে আজ সকালে দু'জনেরই মৃত্যু হয় ৷”
এ বিষয়ে গাজোল থানার পুলিশ জানিয়েছেন, "মালদা মেডিকেলের পক্ষ থেকে এই ঘটনা থানায় জানানো হয়েছে ৷ তবে এনিয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি ৷ থানার পক্ষ থেকে একজন পুলিশকর্মীকে মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ তিনি ফিরে আসলে এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে ৷"