পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tree cutting of Malda : 300টি গাছ কেটে 150টি চারা রোপণ, এ যেন জুতো মেরে গরু দান - 300টি গাছ কেটে ফার্মের পরিকাঠামো বড় করার চেষ্টায় করা হয়েছিল প্রতিবাদ তাতে সাড়া ফেলে বাধ্য হয়ে 150টি চারা রোপণ করা হল

ফার্ম বড় করতে কাটা শুরু হয় বড় বড় গাছ (Tree cutting of Malda)। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদে নামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-সহ অন্যান্য পরিবেশপ্রেমীরা। সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতেও। এদিন ওই জায়গায় 150টি চারা রোপণ করলেন প্রাণী সম্পদ দফতরের আধিকারিকরা ৷

Tree cutting of Malda
ফার্ম বড় করতে কাটা শুরু হয় বড় বড় গাছ

By

Published : Apr 22, 2022, 8:45 AM IST

মালদা, 22 এপ্রিল : এ যেন একপ্রকার জুতো মেরে গরু দান! মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মালদা জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের ফার্মের পরিকাঠামো আরও বড় করে গড়ে তোলা হবে। সেখানে প্রতিদিন তিন লক্ষ ডিম উৎপাদন করা হবে। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই ঘোষণাকে মান্যতা দিতে উঠে-পড়ে লাগে সংশ্লিষ্ট দফতর। তার জন্য ওই ফার্মে থাকা প্রায় 300টি বড় বড় গাছ নির্দ্বিধায় কেটে ফেলা হয় (Tree cutting of Malda)।

এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশপ্রেমী মানুষজন প্রতিবাদ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন প্রশাসনিক কর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ঘটা করে ওই জায়গায় 150টি গাছ লাগালেন ওই দফতরের আধিকারিকরা। প্রাণীসম্পদ দফতরের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন প্রায় 3 লক্ষ ডিম উৎপাদন করতে অত্যাধুনিক পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে। সেই ফার্মের জন্যই গাছ কাটা হয়েছে। কিন্তু তাতেও থেমে থাকেনি পরিবেশপ্রেমীরা। কার্যত বাধ্য হয়েই ফার্ম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন :Illegal Land Occupy : মালদায় জমি দখলদারি, নিজেকে তৃণমূল বলতে 'লজ্জা লাগছে' নেতার

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক সুনীল দাস বলেন, "আমরা আগেও গাছ কাটার প্রতিবাদ করেছি। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে এসেও যেভাবে এই এলাকায় গাছ কাটা হয়েছে তার প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদে প্রাণী সম্পদ বিকাশ দফতর উদ্যোগী হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়েছে। এদিন এখানে 150টি নতুন গাছ লাগানো হচ্ছে ।"

তিনি আরও বলেন, "বন দফতরের পক্ষ থেকে আরও বিভিন্ন জায়গা মিলিয়ে মোট সাড়ে চারশো গাছ লাগানোর কথা বলেছেন। সংবাদমাধ্যম আমাদের প্রতিবাদকে সমর্থন করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছে তারজন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ।"

150টি চারা রোপণ করলেন প্রাণী সম্পদ দফতরের আধিকারিকরা

প্রাণীসম্পদ বিকাশ দফতরের ডেপুটি ডিরেক্টর ডঃ উৎপলকুমার কর্মকার বলেন, "আমাদের পুরো পরিকল্পনা প্রথম থেকেই ছিল। ক্যাম্পাসে আমরা আগেই গাছ বসিয়েছিলাম। ভিতরে নির্মাণ কাজ চলার জন্য এখন গাছ লাগানো যাচ্ছে না। সেই কাজ শেষ হলে আমরা ফার্মের ভিতরেও গাছ লাগাব। আজ আমরা 150টি গাছ লাগিয়েছি। আমাদের দফতরের বিভিন্ন এলাকায় 10টি করে গাছ আমরা এই সপ্তাহের মধ্যে লাগিয়ে দেব।"

আরও পড়ুন : Chanchal College Building : দেড়শো বছরের পুরনো ভগ্নপ্রায় রাজবাড়িতে চলছে ক্লাস, শোচনীয় অবস্থা চাঁচল কলেজের

তিনি আরও বলেন, "আমরা বড় পোলট্রি ফার্ম করছি। প্রায় 3 লক্ষ মুরগি প্রতিপালন হবে। এতে জেলার ডিমের ঘাটতি কমবে। পোলট্রি ফার্মের ভিতরে বড় গাছ থাকলে সেখানে পাখি বসবে। এতে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণে বড় গাছ পোলট্রি ফার্মের ভিতরে রাখা যাবে না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details