মালদা, 22 এপ্রিল : এ যেন একপ্রকার জুতো মেরে গরু দান! মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মালদা জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের ফার্মের পরিকাঠামো আরও বড় করে গড়ে তোলা হবে। সেখানে প্রতিদিন তিন লক্ষ ডিম উৎপাদন করা হবে। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই ঘোষণাকে মান্যতা দিতে উঠে-পড়ে লাগে সংশ্লিষ্ট দফতর। তার জন্য ওই ফার্মে থাকা প্রায় 300টি বড় বড় গাছ নির্দ্বিধায় কেটে ফেলা হয় (Tree cutting of Malda)।
এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশপ্রেমী মানুষজন প্রতিবাদ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন প্রশাসনিক কর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ঘটা করে ওই জায়গায় 150টি গাছ লাগালেন ওই দফতরের আধিকারিকরা। প্রাণীসম্পদ দফতরের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন প্রায় 3 লক্ষ ডিম উৎপাদন করতে অত্যাধুনিক পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে। সেই ফার্মের জন্যই গাছ কাটা হয়েছে। কিন্তু তাতেও থেমে থাকেনি পরিবেশপ্রেমীরা। কার্যত বাধ্য হয়েই ফার্ম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন :Illegal Land Occupy : মালদায় জমি দখলদারি, নিজেকে তৃণমূল বলতে 'লজ্জা লাগছে' নেতার
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক সুনীল দাস বলেন, "আমরা আগেও গাছ কাটার প্রতিবাদ করেছি। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে এসেও যেভাবে এই এলাকায় গাছ কাটা হয়েছে তার প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদে প্রাণী সম্পদ বিকাশ দফতর উদ্যোগী হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়েছে। এদিন এখানে 150টি নতুন গাছ লাগানো হচ্ছে ।"