মালদা, 15 মার্চ: করোনার জেরে 2020 সালের 15 মার্চ বন্ধ হয়ে গিয়েছিল ইংরেজবাজারের মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট ৷ বন্ধ হয়ে গিয়েছিল ইমিগ্রেশন সেন্টার থেকে শুরু করে সবকিছুই ৷ ফলে মহদিপুর দিয়ে ভারত কিংবা বাংলাদেশে মানুষের যাতায়াতও স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ করোনার প্রকোপ কমলে ল্যান্ডপোর্টের কাজ ফের চালু হলেও ইমিগ্রেশন সেন্টার খোলেনি ৷ শেষ পর্যন্ত ঠিক তিন বছর পর, আগামিকাল বৃহস্পতিবার ফের চালু হচ্ছে ইমিগ্রেশন ও কাস্টমস সেন্টার (Mahadipur Immigration Checkpost is Opening)৷ আগামিকাল থেকেই আবার মহদিপুর দিয়ে দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বাসিন্দারা ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি শেষ ৷ নজর দেওয়া হয়েছে কোভিড নিরাপত্তার বিষয়েও ৷
এই নিয়ে ইমিগ্রেশন সেন্টারের কোনও আধিকারিক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও মহদিপুর আইসিপিতে থাকা কাস্টমস সেন্টারের সুপারিন্টেনডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ দেশদুলাল চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "15 মার্চ বন্ধ হয়ে যাওয়ার ঠিক তিন বছর পর 16 মার্চ এই আইসিপি ফের খুলছে ৷ এটা কাকতালীয়ই বটে ৷ ইতিমধ্যে দেশে কোভিড গাইড লাইন অনেকটাই শিথিল হয়েছে ৷ কিন্তু আমরা এই নিয়ে কোনও খামতি রাখতে চাইছি না ৷ আগামিকাল থেকে ইমিগ্রেশন সেন্টার-সহ কাস্টমসের সবাই মাস্ক পরে, কোভিড বিধি মেনেই কাজ করবেন ৷ যাঁরা দু'দেশের মধ্যে যাতায়াত করবেন, তাঁদেরও সেসব বিধি মেনে চলার আবেদন জানানো হবে ৷ প্রয়োজনে তাঁদের মাস্ক কিংবা স্যানিটাইজার দেওয়া হবে ৷ দু'দেশের মানুষের কাছে আমরা আরও আবেদন জানাচ্ছি, তাঁরা যেন সীমান্ত পেরোনোর সময় নিজেদের কাছে কোভিড টিকাকরণের যাবতীয় শংসাপত্র সঙ্গে রাখেন ৷"