পশ্চিমবঙ্গ

west bengal

Adulterated Cement Seized: হরিশচন্দ্রপুরে ভেজাল সিমেন্ট সন্দেহে আটক লরি

ভেজাল সিমেন্ট নিয়ে যাওয়ার অভিযোগে একটি লরিকে আটকাল মালদা হরিশচন্দ্রপুরের কুমেদপুরের বাসিন্দারা (Adulterated Cement Seized from Malda) ৷ অভিযোগ স্থানীয় এক মহিলা বাংলা-বিহার সীমানার গ্রামগুলিতে সস্তায় বাড়ি বানিয়ে দেওয়ার নামে ভেজাল সিমেন্ট ব্যবহার করছেন ৷ গ্রামবাসীদের অভিযোগ ওই লরিতে নামী কোম্পানির বস্তায় ভেজাল সিমেন্ট নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সিমেন্ট সহ লরি আটক করে তদন্ত শুরু করেছে ৷

By

Published : Nov 23, 2021, 9:47 PM IST

Published : Nov 23, 2021, 9:47 PM IST

adulterated-cement-seized-from-harishchandrapur-malda
হরিশচন্দ্রপুরে ভেজাল সিমেন্ট সন্দেহে আটক লরি

মালদা, 22 নভেম্বর : বাংলা-বিহার সীমানায় গরিবদের বাড়ি তৈরি করতে ভেজাল সিমেন্ট ব্যবহার করার অভিযোগ ৷ আর সেই অভিযোগে মালদার হরিশচন্দ্রপুরের কুমেদপুরে ভেজাল সিমেন্ট সন্দেহে একটি লরিকে আটক করল গ্রামবাসীরা (Adulterated Cement Seized from Malda) ৷ সোমবার সন্ধ্যের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ এর পর গ্রামবাসীদের যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ সিমেন্টের বস্তা বোঝাই লরিটি থানায় নিয়ে যায় ৷

প্রসঙ্গত, এর আগে হরিশচন্দ্রপুরে জাল হলুদের কারবারের অভিযোগ উঠেছিল ৷ সংবাদমাধ্যমের খবরের জেরে সেই সময় তৎপর হয় প্রশাসন ৷ একাধিক ভেজাল হলুদের কারখানায় হানা দিয়েছিলেন রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ৷ কয়েকজন ভেজাল হলুদের কারবারিকে গ্রেফতারও করা হয় ৷ কিন্তু, হরিশচন্দ্রপুরের বাংলা-বিহার সীমানায় এবার ভেজাল সিমেন্টের কারবার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে (Adulterated Cement Seized) ৷ স্থানীয় গ্রামগুলির বাসিন্দারা এই অভিযোগ ওঠার পর থেকেই ক্ষুব্ধ হয়েছিলেন ৷ গতকাল সন্ধ্যের মুখে বাংলা-বিহার সীমানার কুমেদপুরে ঢোকার সময় তালগ্রাম হাট এলাকায় একটি সিমেন্টের লরিকে আটকায় স্থানীয়রা ৷ লরির চালক ও খালাসিকে পাকড়াও করেন তাঁরা ৷ গ্রামবাসীদের অভিযোগ, পুরাতন মালদার নারায়ণপুর এলাকা থেকে নামি কোম্পানির ব্যাগে জাল সিমেন্ট ভরতি করে কুমেদপুরে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তাঁদের অভিযোগ ব্যাগগুলিকে সিমেন্ট নেই ৷ সিমেন্টের মতো দেখতে এক ধরনের মাটি রয়েছে সেখানে ৷

আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে সরষের তেলে পাম তেল মেশানোর অভিযোগ, গুদামে তল্লাশি প্রশাসনের

স্থানীয় বাসিন্দা, পেশায় আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “এলাকার এক মহিলা তহমিনা খাতুন এই কারবারের সঙ্গে জড়িত ৷ তিনি গ্রামবাসীদের ভুল বুঝিয়ে 30-40 হাজার টাকা নিয়ে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ এর জন্য তিনি নাকি সৌদি আরব থেকে অনুদান পান ৷ গরিব মানুষ তাঁর পাতা ফাঁদে পা দিচ্ছে ৷ তিনি বাড়ি তৈরিতে ভেজাল সিমেন্টের সঙ্গে বাকি উপকরণগুলিও ভেজাল দিচ্ছেন (Adulterated Cement Seized from Harishchandrapur) ৷ 4-5 মাস ধরে তিনি এই কারবার করছেন ৷ খোলা বাজারে এখনও এই ভেজাল সিমেন্ট বিক্রি না হলেও, ব্যবসায়ীরাও এর জন্য ক্ষতির মুখে পড়ছেন ৷ তাঁদের বদনামের ভাগিদারও হতে হচ্ছে ৷ আমরা চাই, প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ করুক ৷ দোষীদের শাস্তি হোক ৷”

হরিশচন্দ্রপুরে ভেজাল সিমেন্ট সন্দেহে আটক লরি

আরও পড়ুন : দাদু রেশন ডিলার, ভেজাল কেরোসিন বিক্রি করে সোনারপুরে গ্রেফতার নাতি

এলাকার আরেক বাসিন্দা কবীর শেখ বলেন, “এলাকারই তিমিরপুরা গ্রামের সেতাবুর রহমান ও তাঁর স্ত্রী গরিব মানুষকে ভুল বুঝিয়ে ভেজাল সিমেন্ট দিয়ে বাড়ি বানাচ্ছেন ৷ পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই চলছে এমন অবৈধ কারবার ৷ অথচ প্রশাসনের কোনও হুঁশ নেই ৷ যে লরিটি আটক করা হয়েছে, তাতে নামি কোম্পানির ব্যাগের মধ্যে সিমেন্ট বলে কিছু নেই ৷ আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে গরিব মানুষকে বাঁচাক ৷”

এদিকে আটক লরির চালক তাজামুল হোসেন বলেন, “আমি মালের চালান চাইলেও তা আমাকে দেওয়া হয়নি ৷ আমি ভাড়া গাড়ি চালাই ৷ পুরাতন মালদার নারায়ণপুর থেকে লোড করে এবারই প্রথম সিমেন্ট নিয়ে এসেছি ৷ লিটন শেখের মাল নিয়ে এসেছিলাম ৷ এনামুল হক নামে একজনের কাছে মাল দেওয়ার কথা ছিল ৷” হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে ৷ সিমেন্ট ভেজাল কিনা তা পরীক্ষা করে দেখা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details