মালদা, 24 জুন : ইটিভি ভারতে প্রকাশিত খবরের জেরে টনক নড়ল প্রশাসনের ৷ শেষ পর্যন্ত চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহানন্দার বিপন্ন নদীবাঁধ পরিদর্শনে গেলেন প্রশাসনিক কর্তারা ৷ ছিলেন স্থানীয় বিধায়ক ও জেলাপরিষদ সদস্যও ৷ বাঁধ বাঁচাতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সেচকর্তা ৷
উল্লেখ্য, মহানন্দার রোষ থেকে মানুষকে রক্ষা করতে 2012 সালে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর পাড়ে বোল্ডার পিচিংয়ের কাজ হয়েছিল ৷ তৎকালীন জেলাপরিষদের সভাধিপতি সাবিনা ইয়াসমিন বাঁধ রক্ষার উদ্যোগ নিয়েছিলেন ৷ কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত বাঁধের কোনও সংস্কার হয়নি ৷ এবছর বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙতে শুরু করেছে নদী ৷ বাঁধ থেকে খসে পড়ছে বোল্ডার ৷ বিপন্ন হয়ে পড়েছে বাঁধ লাগোয়া অন্তত 50টি বাড়ি ৷ পরিস্থিতি মোকাবিলায় গতকালই রাজ্য সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন স্থানীয়রা ৷ প্রশাসন ও বিধায়কের কাছেও তাঁরা সেই আবেদন রাখেন ৷ অবশেষে আজ ওই বাঁধ পরিদর্শনে যান জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা ৷ ছিলেন মহকুমাশাসক সঞ্জয় পাল, বিডিও সমীরণ ভট্টাচার্য, সেচ দপ্তরের মহানন্দা এমব্যাংকমেন্ট বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বদিরুদ্দিন শেখ, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, জেলাপরিষদের সেচ কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হাসান প্রমুখ ৷
আরও পড়ুন : বাঁধ কাটছে মহানন্দা, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ