পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Administration Meeting দুর্নীতি রুখতে কড়া বার্তা মালদা জেলা প্রশাসনের - দুর্নীতি রুখতে কড়া বার্তা মালদা জেলা প্রশাসনের

শুক্রবার প্রশাসনিক বৈঠক করে মালদার জেলা প্রশাসন (Malda Administration Meeting) ৷ এদিনের বৈঠকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের পরিসংখ্যান খতিয়ে দেখার পাশাপাশি, রাজ্যের নির্দেশ মেনে দুর্নীতি রোধেও কড়া বার্তা দেওয়া হয় (Govt is giving strong message against corruption) ৷

ETV Bharat
Malda Administration Meeting

By

Published : Aug 26, 2022, 9:32 PM IST

মালদা, 26 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের মতো নেতাদের গ্রেফতারিতে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । নির্বাচনের আগে তাই দলের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে রাজ্য জুড়ে সাংগঠনিক স্তরে রদবদল করেছে ঘাসফুল শিবির ৷ পাশাপাশি, দুর্নীতি রুখতে প্রশাসনকে হাতিয়ার করেও বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল সরকার (Govt is giving strong message against corruption) ৷

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনিকভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় (Malda Administration Meeting)। বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি, জামিল ফাতেমা জেবা, মৃদুল হালদার-সহ সমস্ত ব্লকের বিডিও, পঞায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা । এদিনের বৈঠকে ১০০ দিনের কাজের কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা । পাশাপাশি সরকারি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন জেলাশাসক (Malda DM Nitin Singhania) ।

দুর্নীতি রুখতে কড়া বার্তা মালদা জেলা প্রশাসনের

আরও পড়ুন: টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

এদিন জেলাশাসক নিতীন সিংঘানিয়া বলেন, “এরকম রিভিউ মিটিং আমাদের প্রতি সপ্তাহে হয় । বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে । 100 দিনের কাজে মালদা জেলা রাজ্যের মধ্যে 6 নম্বর স্থানে রয়েছে । বাংলা আবাস যোজনাতেও প্রতিটি ব্লকে ভালো কাজ হচ্ছে । কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য বিভাগ, পঞ্চায়েত বিভাগ সমস্ত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে । মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত কাজ সময় মতো শেষ করতে হবে । ঘর-বাড়ি যা তৈরি হচ্ছে তার দিকেও নজর দিতে বলছেন । কন্যাশ্রী-রূপশ্রী নিয়ে কিছু ভুয়ো আবেদনের অভিযোগ আমাদের কাছে আসছে । তা নিয়ে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে । 100 দিনের কাজেও যে সমস্ত অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।”

আরও পড়ুন:রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কোচবিহারে ধৃত তৃণমূল নেতা

ABOUT THE AUTHOR

...view details