মালদা, 26 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের মতো নেতাদের গ্রেফতারিতে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । নির্বাচনের আগে তাই দলের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে রাজ্য জুড়ে সাংগঠনিক স্তরে রদবদল করেছে ঘাসফুল শিবির ৷ পাশাপাশি, দুর্নীতি রুখতে প্রশাসনকে হাতিয়ার করেও বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল সরকার (Govt is giving strong message against corruption) ৷
শুক্রবার দুপুরে জেলা প্রশাসনিকভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় (Malda Administration Meeting)। বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি, জামিল ফাতেমা জেবা, মৃদুল হালদার-সহ সমস্ত ব্লকের বিডিও, পঞায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা । এদিনের বৈঠকে ১০০ দিনের কাজের কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা । পাশাপাশি সরকারি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন জেলাশাসক (Malda DM Nitin Singhania) ।