মালদা, 9 নভেম্বর: বছরের পর বছর পেরিয়ে গিয়েছে ৷ মালদায় এখনও তৈরি হয়নি কেন্দ্রের নবোদয় বিদ্যালয় ৷ অবশেষে ঘুম ভেঙেছে প্রশাসনের (Malda Administration) ৷ বিদ্যালয়ের জন্য পুরাতন মালদায় প্রয়োজনীয় জমির সন্ধানও মিলেছে ৷ বুধবার সকালে সেই জমি পরিদর্শনে আসেন নবোদয় বিদ্যালয়ের তরফে মহম্মদ রেহান ৷
এদিন জমি পরিদর্শনে নবোদয় বিদ্যালয়ের তরফে মহম্মদ রেহানের সঙ্গে যান জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের ডেপুটি পেমবা শেরপা, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৈলাস সরকার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, স্থানীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা-সহ আরও অনেকে ৷ মূলত গ্রামীণ ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করে তুলতে কেন্দ্রীয় সরকার জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয় ৷
শহরাঞ্চলের ছেলেমেয়েরাও এই স্কুলে পড়াশোনার সুযোগ নিতে পারে ৷ 1985-86 শিক্ষাবর্ষে হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) প্রথম দু'টি স্কুল তৈরি হয়েছিল ৷ বর্তমানে সারা দেশে 636টি নবোদয় বিদ্যালয় চালু রয়েছে ৷ 2021 সালের 31 মার্চ পর্যন্ত দেশের সমস্ত নবোদয় বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা দু'লাখ 58 হাজার 356 ৷ তবে এ সংখ্যাটি দিনদিন বাড়ছে ৷ এই স্কুলে কোনও পড়ুয়া ষষ্ঠ শ্রেণিতে ভরতি হয়, দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিখরচায় পড়াশোনা করতে পারে ৷ এই স্কুলের জনপ্রিয়তা রয়েছে দেশজুড়েই ৷
আরও পড়ুন:মুহূর্তেই ধসে পড়তে পারে স্কুল ! গ্রামবাসীর দিন কাটছে চরম অনিশ্চয়তায়
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, 2010 সালে মালদা জেলাতেও এমন একটি স্কুল স্থাপনের জন্য কেন্দ্রের তরফে প্রস্তাব পাঠানো হয় ৷ কেন্দ্রের তরফে আরও জানানো হয়, স্কুল নির্মাণের জন্য জমির ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকেই ৷ এই স্কুলের পরিকাঠামো নির্মাণের জন্য 5 থেকে 30 একর পর্যন্ত জমির প্রয়োজন ৷ জেলার জনসংখ্যার উপর ভিত্তি করে মালদা জেলায় প্রয়োজন ছিল 13.66 একর জমির ৷ কিন্তু 12 বছর ধরে ওই জমির ব্যবস্থা করতে না-পারায় এখনও পর্যন্ত এই জেলায় নবোদয় বিদ্যালয় গড়ে ওঠেনি ৷ এতে বঞ্চিত হয়েছে জেলার ছেলেমেয়েরাই ৷
জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শনে প্রশাসন শেষ পর্যন্ত পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের লালদিঘি গ্রামে নির্দিষ্ট পরিমাণ সরকারি জমির খোঁজ মিলেছে ৷ আজ ওই জমি পরিদর্শনে গিয়ে পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব জানিয়েছেন, এই জেলায় কোনও নবোদয় বিদ্যালয় নেই ৷ ওই স্কুলের অনুমোদন পাওয়া গিয়েছে ৷ তার জন্য জমির ব্যবস্থা করতে হবে ৷ জেলাশাসকের নির্দেশেই আজ জমি পরিদর্শনে এসেছেন তিনি ৷ এই স্কুল তৈরি হলে জেলার ছেলেমেয়েরা ভীষণই উপকৃত হবে ৷ এটা কেন্দ্রের একটা অসাধারণ উদ্যোগ ৷ এই স্কুলে ভরতির পর ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পায় ৷ বিশেষ করে গরিব ঘরের ছেলেমেয়েরা এতে খুব উপকৃত হবে ৷ এখানে 13.66 একর জমি রয়েছে ৷ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷
আরও পড়ুন:শিক্ষকের দেখা না-পেয়ে ঘরে ফিরছে স্কুল পড়ুয়ারা, দেখলেন বিডিও
সাংসদ খগেন মুর্মু বলেন, "পাশাপাশি জেলাগুলিতে নবোদয় বিদ্যালয় থাকলেও মালদায় তা এখনও গড়ে ওঠেনি ৷ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় একটি নবোদয় বিদ্যালয় তৈরি হবে ৷ জনসংখ্যা বেশি হলে দু'টিও হতে পারে ৷ এই স্কুল তৈরি হলে অনেক গরিব ঘরের ছেলেমেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে ৷ 2010 সালে এই জেলায় নবোদয় বিদ্যালয় তৈরির প্রস্তাব ছিল ৷ কিন্তু তার জন্য 13 একর 66 শতক জমির প্রয়োজন ছিল ৷ এখানে সেই জমি রয়েছে ৷ ভূমি ও ভূমি সংস্কার দফতর সেই জমির সীমানা চিহ্নিত করছে ৷ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জমি পাওয়া গেলেই খুব তাড়াতাড়ি এই স্কুল তৈরি হবে ৷ সেই প্রতীক্ষায় রয়েছি ৷"