পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিভ্রান্তিই ছড়াতে বিজেপির বনধ, বলছেন অধীর

মালদায় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অধীর চৌধুরি বলেন, পরিকল্পতিভাবে সোমবার উত্তরকন্য়া অভিযানে গিয়ে অশান্তি তৈরি করেছে বিজেপি ৷ আর মানুষকে বনধের আসল সম্পর্কে বিভ্রান্ত করতেই উত্তরবঙ্গ বনধ ডাকা হয়েছে ৷

adhir-chowdhary-speeks-on-bjps-strike-and-mahua-maitras-comment-on-journalists
বিভ্রান্তি ছড়াতে বিজেপির বনধ, ‘সাংবাদিকদের অপমান, গণতন্ত্রের অপমান’, অভিযোগ অধীরের

By

Published : Dec 8, 2020, 4:43 PM IST

Updated : Dec 8, 2020, 10:32 PM IST

মালদা, 8 ডিসেম্বর: কৃষি আইন প্রত্য়াহারের দাবি কৃষকদের ডাকা ভারত বনধ সম্পর্কে বাংলার মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির লক্ষ্য় ৷ মালদায় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তাঁর অভিযোগ পরিকল্পতিভাবে সোমবার উত্তরকন্য়া অভিযানে গিয়ে অশান্তির সৃষ্টি করেছে বিজেপি ৷ আর মানুষকে বনধের আসল সম্পর্কে বিভ্রান্ত করতেই 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকা হয়েছে ৷

আরও পড়ুন :যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন

অন্য়দিকে, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের অবমাননাকর মন্তব্য়ের সমালোচনাও করলেন অধীর চৌধুরী ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যাঁরা অসম্মান করেন এবং তাঁদের যাঁরা প্রশ্রয় দেনা, তাঁদের গণতন্ত্রের প্রতি আস্থা নেই বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ কার্যত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই নাম না করে নিশানা করেন অধীর ৷ একই সঙ্গে রাজ্য়ের আইন শৃঙ্খলা নিয়েও সরব হন কংগ্রেস সাংসদ ৷

অধীর চৌধুরির বক্তব্য
Last Updated : Dec 8, 2020, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details