মালদা, 21 জুন : আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক এখনও হয়নি । বিভিন্ন দফতরে ঘুরেছেন গ্রামবাসীরা । একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পূরণ করেছেন । কাজ হয়নি (Adhar is not linked thousands of people are not getting Ration) । এদিকে ডিলাররা সাফ জানিয়ে দিচ্ছেন, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কাউকে রেশন সামগ্রী দেওয়া হবে না । কিন্তু কোথায় গেলে দুই কার্ডের লিংক করানো যাবে, তা নিয়ে তাঁরা কিছু বলছেন না । শেষ পর্যন্ত জানা যায়, বিডিও দফতরে এই কাজ হচ্ছে । তাই মঙ্গলবার ভোর থেকে বিডিও অফিসে লাইন দেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ । কিন্তু সকাল 11টা বেজে গেলেও দফতরের কর্মীদের সেখানে দেখা যায়নি বলে অভিযোগ । এমনকী এনিয়ে খোদ বিডিও-ও নাকি তেমন উদ্যোগ নিচ্ছেন না ।
বিডিও অফিসে উপস্থিত স্থানীয় চণ্ডীপুর গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম বলেন, "রেশন ডিলাররা জানিয়ে দিচ্ছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনও মাল দেওয়া হবে না । কিন্তু কোথায় রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে, তা তারা জানাচ্ছে না । শেষ পর্যন্ত শুনতে পাই, ব্লকে এই কাজ হচ্ছে । তাই আজ সকাল আটটায় এখানে চলে আসি । কিন্তু 11টা বাজতে চললেও দফতরের কর্মীরা আসেননি । আমার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগের জন্য 4-5 বার ফর্ম ফিল আপ করেছি । অনলাইনে ফর্ম জমা দিয়েছি । দুয়ারে সরকার ক্যাম্পেও 3-4 বার সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে । কিন্তু কাজ হয়নি । এখানকার বিডিও-ও কোনও কাজ করছেন না ।"